শিরোনাম
◈ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র নির্দেশেই বাংলাদেশি সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে: মমতা ◈ বিশ্বকাপের আগে বাংলা‌দে‌শের আর কোনো ম্যাচ নেই, সবচেয়ে বেশি ভারতের ◈ বিলিয়ন ডলার ঋণে চা‌পে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টানা লোকসান পেরিয়ে মুনাফায় বাংলাদেশ স্যাটেলাইট-১: অর্ধেক সক্ষমতায়ই আয় বেড়ে স্থিতিশীল হচ্ছে বিএসসিএল ◈ মাহফুজ ও আসিফের বিরুদ্ধে মিছিল, নেতৃত্বে এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসির (ভিডিও) ◈ তফসিল ঘোষণার পর ইসির অধীনে যাবে যে সব দায়িত্ব ও ক্ষমতা ◈ যে কারণে এশিয়ার দেশে দেশে ভয়াবহ বন্যা, জানালেন বিজ্ঞানীরা ◈ ‘অপমানিত’ বোধ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, মেয়াদের অর্ধেকেই পদ ছাড়তে চান: রয়টার্সকে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন ◈ লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর ◈ ৩৩ ঘণ্টা পর উদ্ধার হলেও বাঁচানো গেল না শিশু সাজিদকে

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ছবিতেই সেলিব্রিটি

আহমেদ শাহেদ : কানাডার অ্যামেচার ফটোগ্রাফার স্টিভ বায়রো।  ভালো ছবি তিনি আগেও তুলেছেন।  কিন্তু এবারের ছবিটায় এতটা আলোচনায় আসবেন তা স্বপ্নেও ভাবেননি তিনি ।

শিকারে মগ্ন ঈগলের এক ছবি ফেসবুকের কয়েকটি গ্রুপে পোস্ট করে রীতিমতো বিখ্যাত হয়ে গেছেন তিনি।হলুদ-কমলাটে রঙের ধারালো ঠোঁট, তীক্ষ্ণ নজরের এক জোড়া চোখ।  শিকার ধরার লক্ষ্যে নিবিষ্ট।  দু’পাশে বিশাল ডানা মেলে জলের বুক ছুঁয়ে ক্ষিপ্র সে।এমন অবস্থায় ঈগলটিকে ক্যামেরা বন্দি করেন স্টিভ।  এত নিখুঁতভাবে কীভাবে ওই মুহূর্তটি তিনি ক্যামেরার লেন্সে বন্দি করলেন, তা জানতে চাইছেন সবাই।

বিবিসি জানিয়েছে, চলতি বছর মে মাসের শুরুর দিকে কানাডায় এই ছবিটি তোলেন স্টিভ।  প্রায় ১০ বছর ধরে ‘অ্যামেচার ফটোগ্রাফি’ করছেন তিনি।

স্টিভ বলেন, ‘বছর খানেক আগেও একবার ঈগলের এমন মুহূর্ত ক্যামেরায় ধরতে চেয়েছিলাম কিন্তু পারিনি। সে বার ছবি তোলার আগেই বুঝেছিলাম আমার পজিশন ঠিক নেই।  যা চাচ্ছি সেই ছবি তুলতে পারব না।তবে দ্বিতীয়বার আর সুযোগ হাতছাড়া করেননি তিনি। ‘এবার লেকের পানির পাশে অনেকক্ষণ ক্যামেরা নিয়ে বসে ছিলো। তারপর ঈগলটা উড়ে আসতেই লেকের পাশে একটি পাথরে ভর দিয়ে প্রায় শুয়ে পড়ে ছবিটা তুলেন স্টিভ।’

এ ছবি ফেসবুকে পোষ্ট করে রাতারাতি সেলিব্রেটি হয়ে যান কানাডার অ্যামেচার ফটোগ্রাফার স্টিভ বায়রো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়