আহমেদ শাহেদ : কানাডার অ্যামেচার ফটোগ্রাফার স্টিভ বায়রো। ভালো ছবি তিনি আগেও তুলেছেন। কিন্তু এবারের ছবিটায় এতটা আলোচনায় আসবেন তা স্বপ্নেও ভাবেননি তিনি ।
শিকারে মগ্ন ঈগলের এক ছবি ফেসবুকের কয়েকটি গ্রুপে পোস্ট করে রীতিমতো বিখ্যাত হয়ে গেছেন তিনি।হলুদ-কমলাটে রঙের ধারালো ঠোঁট, তীক্ষ্ণ নজরের এক জোড়া চোখ। শিকার ধরার লক্ষ্যে নিবিষ্ট। দু’পাশে বিশাল ডানা মেলে জলের বুক ছুঁয়ে ক্ষিপ্র সে।এমন অবস্থায় ঈগলটিকে ক্যামেরা বন্দি করেন স্টিভ। এত নিখুঁতভাবে কীভাবে ওই মুহূর্তটি তিনি ক্যামেরার লেন্সে বন্দি করলেন, তা জানতে চাইছেন সবাই।
বিবিসি জানিয়েছে, চলতি বছর মে মাসের শুরুর দিকে কানাডায় এই ছবিটি তোলেন স্টিভ। প্রায় ১০ বছর ধরে ‘অ্যামেচার ফটোগ্রাফি’ করছেন তিনি।
স্টিভ বলেন, ‘বছর খানেক আগেও একবার ঈগলের এমন মুহূর্ত ক্যামেরায় ধরতে চেয়েছিলাম কিন্তু পারিনি। সে বার ছবি তোলার আগেই বুঝেছিলাম আমার পজিশন ঠিক নেই। যা চাচ্ছি সেই ছবি তুলতে পারব না।তবে দ্বিতীয়বার আর সুযোগ হাতছাড়া করেননি তিনি। ‘এবার লেকের পানির পাশে অনেকক্ষণ ক্যামেরা নিয়ে বসে ছিলো। তারপর ঈগলটা উড়ে আসতেই লেকের পাশে একটি পাথরে ভর দিয়ে প্রায় শুয়ে পড়ে ছবিটা তুলেন স্টিভ।’
এ ছবি ফেসবুকে পোষ্ট করে রাতারাতি সেলিব্রেটি হয়ে যান কানাডার অ্যামেচার ফটোগ্রাফার স্টিভ বায়রো।