শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘৩৬ ভাগ স্কুলে মাসিক নিয়ে শিক্ষা দেয়া হচ্ছে’

মতিনুজ্জামান মিটু : মাসিক বিষয়টা শুধু মেয়েদের বোঝালেই হবে না, এটা নিয়ে ছেলেদের সাথেও কথা বলা সমান জরুরী। এটা স্বাভাবিক ও প্রাকৃতিক বিষয়, তাই এটা নিয়ে লুকোচুরি বা গোপনীয়তার কিছু নাই। ২০১৪ সালে ৬ ভাগ স্কুলে মাসিক নিয়ে শিক্ষা দেয়া হতো সেখানে ২০১৮ সালে ৩৬ ভাগ স্কুলে মাসিক নিয়ে শিক্ষা দেয়া হচ্ছে।

বিশ্বব্যাপি মাসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা এবং উন্নত মাসিক ব্যবস্থাপনার সুবিধা নিশ্চিতকরনের লক্ষ্যে ২৮ মে ‘মাসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। মঙ্গলবার(২৮মে’২০১৯) জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, ইউনিসেফ বাংলাদেশ এবং এমএইচএম প্লাটফর্ম যৌথভাবে রাজধানীল কাকরাইলের জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে এ সেমিনারের আয়োজ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য বলেন, আমি ব্যক্তিগতভাবে এ অনুষ্ঠানে আসার আগে মাসিক নিয়ে কোন কথা বলিনি এবং এখানে এসে আমার সবচেয়ে চেয়ে যে উপকার হয়েছে তা হলো মাসিক নিয়ে কথা বলতে যে অস্বস্থি ছিল তা কেটেছে। সরকার নারীদের কল্যানে কাজ করছে এবং সরকার চায় নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাক। সুবিধা বঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠী তারা ময়লা কাপড় ব্যবহার করে যা আসলে স্বাস্থ্যের জন্য ঝঁকিপূর্ণ। তাই সুলভ মূল্যে প্যাডের ব্যবস্থা করতে হবে যাতে সকলেই ব্যবহার করতে পারে। বাংলাদেশের ৫০ ভাগ নারী। কাজেই তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব সহকারে কাজ করতে হবে। কারণ যাদি তাদের সুস্বাস্থ্য না থাকে তবে আমরা উন্নত বিশ্বে নিজেদের প্রতষ্ঠিত করতে পরবো না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়ির সচিব এস.এম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব বেগম রোকসানা কাদের ও ইউনিসেফ’র ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মায়া বেন্জামিন্ট। স্বাগত বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রাহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা দেবনাথ। প্রবন্ধে তিনি বাংলাদেশে নারীদের মাসিক স্বাস্থ্য সংক্রান্ত চিত্রটি তুলে ধরেন।

এই বছরের মাসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয়, ‘মাসিক ব্যবস্থাপনায় সচেতন হই, আজই এখনই’ শ্লোগানকে সামনে রেখে প্রধান প্রকৌশলী সাইফুর রাহমান জানান, আমরা কাজ করছি এসডিজি ৩,৫ এবং ৬ নিয়ে। আগে আমরা দেখতাম ৩০-৪০ ভাগ ছাত্রীরা মাসিকের সময় স্কুলে অনুপুস্থিত থাকতো। এখন এ হার আরো অনেক কমে এসেছে। বাংলাদেশ সরকার একটি নারী বান্ধব সরকার। সরকার তাদের অন্যান্য অগ্রগতির পাশাপাশি নারীদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়ির সচিব এস.এম গোলাম ফারুক বলেন, সমগ্র বাংলাদেশে এখন ৩২হাজার ওয়াশব্লক আছে। সরকারের ভিশন হচ্ছে ছেলে-মেয়ে একসঙ্গে এগিয়ে যাবে। সেলক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। আর মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে নিরাপদ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সুযোগ করে দিতে হবে। তাই মাসিক পণ্য বিশেষ করে স্যানিটারি প্যাড বাজারে সুলভ করা দরকার যাতে সকল স্তরের নারীরা তা ব্যবহার করতে পারে। এছাড়াও আমাদের একটি কৌশলপত্র তৈরি করতে হবে যাতে মাসিক নিয়ে সর্বস্তরের অংশগ্রহণে কাজ করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়