শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে পারবেন না ইমরান ও বুশরা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৩:২২ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিল্পায়ন ও তথ্যপ্রযুক্তির বিপ্লব হয়েছে, বললেন আমু

সমীরণ রায় : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিল্পায়ন ও তথ্যপ্রযুক্তিসহ সব খাতেই বিপ্লব হয়েছে। তাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘এডুকেশন সিস্টেম ফর দ্য ফোর্থ ইন্ড্রাস্ট্র্রিয়াল রেভ্যুলেশন’ শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, শেখ হাসিনার মধ্যে যোগ্য নেতৃত্ব ও দূরর্শিতা ছিলো বলেই দেশ আজ এই পর্যায়ে পৌঁছছে। কম জায়গায় এতো লোক কীভাবে খেয়ে পড়ে ও শান্তিতে বেঁচে থাকতে পারে, এ উদাহরণ বিশ্বে বিরল। ভবিষ্যৎ পৃথিবীর ইতিহাসে এটি গবেষণার বিষয় হতে পারে। শেখ হাসিনা দায়িত্ব নিয়েই উন্নয়ন ও অগ্রগতির পথ দেখিয়ে যাচ্ছেন। মানুষের অর্থনৈতিক উন্নতির সোপান রচনা করেছেন। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে গেছেন। সবাইকে এই উন্নয়ন ও অগ্রগতির ধারায় শামিল এবং ঐক্যবদ্ধ হতে হবে।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সস্য মতিয়া চৌধুরী বলেন, সাড়ে ৭ কোটি মানুষের দেশে এখন ১৬ কোটিতে পৌঁছালেও কেউ না খেয়ে নেই। এটি সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের কারণেই। চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দেশেকে উন্নয়নের চূড়ায় নিয়ে গেছেন। তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার পথ রচনা করে দিয়েছেন। তারা আশির্বাদ হয়ে এসেছেন।

সভাপতির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ হোসেন মনসুরের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রশিদুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়