মহসীন কবির : চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার প্রধান আসামী ওয়ার্ড কাউন্সিলর সাবের আহমেদ কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠান। খবর ডিবিসি টিভি
এর আগে ১৫ জানুয়ারি রিদোয়ান ফারুক রাজীব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর পাহাড়তলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৭ জানুয়ারি সকালে নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারের পাশে রেললাইন থেকে মহিউদ্দিন সোহেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পুলিশ জানিয়েছিল, চাঁদাবাজির অভিযোগে পাহাড়তলী বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা মহিউদ্দিন সোহেলকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।
তবে তার পরিবার দাবি করেছে, গণপিটুনিতে নয় বরং সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ৮ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সোহেলের ছোট ভাই শিশির এই দাবি করেন। একই সঙ্গে মঙ্গলবার রাতে সোহেলের ভাই শিশির থানায় গিয়ে মামলা দায়ের করেন। মামলায় ২৭ জনকে নাম উল্লেখ পূর্বক আসামি করার পাশাপাশি আরও দেড়শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ ঘটনায় ৯ জানুয়ারি সন্ধ্যায় মামলার অন্যতম আসামি ওসমান খানকে গ্রেফতার করে পুলিশ। ১০ জানুয়ারি আরও চার আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলো- সাহাবুদ্দিন (৩৫), আজাদ (২৯), মামুন (২৩) ও মোবারক হোসেন (২২)।