শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৮:৫২ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭শ পিস ইয়াবা ও ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫

মাসুদ আলম : গাজীপুর সদর ও টঙ্গী পূর্ব থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যা ব-১। সোমবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

র্যা ব-১ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, মরকুন টিএন্ডটি বাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। এরা হলো- প্রদীপ লাল দাস ও আবু তাহের মিয়া। তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানাযায়, প্রদীপ লাল দাস পেশায় একজন চালক। ২০ বছর ধরে সে দেশের বিভিন্ন এলাকায় ট্রাক চালায়। ২ মাস পূর্বে সে মাদক পরিবহনের জন্য কাভার্ডভ্যানের চালক হিসেবে নিযুক্ত হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে মাদক পরিবহনের জন্য কাভার্ডভ্যানের সামনের বডির মধ্যে গোপন প্রকোষ্ঠ তৈরী করে। তার ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়। প্রকোষ্ঠটি বাইরের দিক থেকে বুঝার উপায় নেই। ভেতরে বিশেষ স্কু ও নাটের মাধ্যমে প্রকোষ্ঠ খুলে মাদক পরিবহন করত। গাঁজার চালানটি হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার দুর্ঘম পাহাড়ি এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসে।

ভারত থেকে আনার পর চুনারুঘাট সাতছড়ি পাহাড়ে ওই মাদকদ্রব্যের চালান সে তার গাড়ীর গোপন প্রকোষ্ঠে রেখে দেয়। পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার অলিপুর বাজার থেকে ধানের চালান সংগ্রহ করে কাভার্ডভ্যানটিতে ধান লোড করে। ধানগুলো গাজীপুরের মাওনায় আনলোড করার পর গাজীপুর জেলার শ্রীপুরে গাঁজার চালানটি হস্তান্তর করার কথা ছিল। তার বাড়ি চুনারুঘাটে। আবু তাহের পেশায় একজন ট্রাক্টর চালক। ট্রাক্টরের ভাড়া অপেক্ষাকৃত কম থাকায় সে তার গ্রামের প্রদীপকে কাজ দেয়ার জন্য বলে। প্রদীপ এই সুযোগে তাকে মাদক ব্যবসায় সহযোগীতা করার প্রস্তাব দিলে রাজি হয়।

এদিকে র্যা বের পোড়াবাড়ী ক্যাম্পের লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, গাজীপুর সদর বিলাশপুর এলাকার ফাতিয়া (রাঃ) মহিলা মাদ্রাসার সামনে থেকে ৭শ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন ও মনির হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের দেহ তল্লাশী করে ৪ টি নীল জিপার ব্যাগ থেকে এসব ইয়াবা ও নগদ ১ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে চোরাইপথে বিদেশী মাদক আমদানি করে গাজীপুরের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসিতেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়