শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৭:০৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে ভোগান্তির আশঙ্কা ঢাকা-সিলেট মহাসড়কে

জাবের হোসেন : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা-গাউছিয়া ফ্লাইওভার নির্মাণের কাজ শেষ না হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ঈদযাত্রায় এবার মারাত্মক ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের। যানজটে এখনই নাকাল এ সড়কের যাত্রী ও চালকরা। ফ্লাইওভারের কাজ চলায় ছোট হয়ে এসেছে সড়ক। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে এই ফ্লাইওভার চালু করার কোনো সম্ভাবনা নেই। ডিবিসি

ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের সংযোগস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা। তাই এ পথে নিত্য চলাচল হাজারো যানবাহনের। ২০১৫ সালের অক্টোবর থেকে ভুলতা ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরুর পরই যানজট এ সড়কের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

গতবছরের জুনেই এ ফ্লাইওভারের কাজ শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরের মার্চে শুধুমাত্র এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কটি চালু হয়। ঢাকা-সিলেটগামী রুট ভুলতা-গাউছিয়া ফ্লাইওভার অংশটি এখনো চালু না হওয়ায় এ সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই আছে।

যানজটের ভোগান্তি কমাতে ঈদুল ফিতরের আগে ভুলতা-গাউছিয়া ফ্লাইওভার চালুর কথা ছিলো। কিন্তু তা এখনো হয়নি। ঈদের পরেও কবে চালু হবে তার দিনক্ষণও দিতে পারছে না নির্মাণকারী প্রতিষ্ঠান।

স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড প্রজেক্ট ম্যানেজার সুবোধ চন্দ্র মিত্র বলেন, কাজগুলো প্রায় শেষের পথে। কাজগুলো শেষ হয়ে গেলে পরে উদ্বোধন হবে।

ফ্লাইওভারের এখনও দশভাগ কাজ বাকি। ঈদে ভোগান্তির বিষয়টি মাথায় রেখে প্রস্তুতিও নেয়া হচ্ছে বলে জানান ট্রাফিক পুলিশ।

ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জ ভুলতা ট্রাফিক ইন্সপেক্টর রাফিকুল ইসলাম মৃধা বলেন, ফ্লাইওভারের কাজের কারণে আমাদের কম বেশি সব জায়গাতেই গর্ত। যার কারণে আমরা গাড়ি দ্রুত গতিতে নিতে পারছি না। আটশ বা তারও বেশি জনবল ঈদের কারণে এখানে দেওয়া হবে। তাই ঈদের সময় সেই জনবল পাবো। তখন আমরা আরও কাজ করতে পারবো। সম্পাদনা- কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়