শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৫:৪৭ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইনাস ৩০ ডিগ্রিতে আবাদ হচ্ছে

ফাতেমা ইসলাম : আর্কটিক সার্কেলের প্রান্তে কিভাবে ফসল ফলাবেন? শীতের চারমাস অন্ধকারে থাকে এবং তাপমাত্রা হয় মাইনাস ৩০ ডিগ্রি। গ্রীষ্মকালে ২৪ ঘন্টা দিনের আলো থাকে। বেন ভিডমার এই শহরটিকে টেকসই করার কাজে হাত দিয়েছেন। তিনি যে জায়গায় থাকেন সেটি উত্তর মেরু থেকে ১ হাজার কিমি দূরে। এখানকার অধিকাংশ খাদ্য আসে জাহাজে করে নরওয়ে থেকে। বিবিসি

তিনি বলেন, এখানে সবচেয়ে বেশি কার্বনডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেজন্য আমি ভাবলাম যে কিছু একটা করা দরকার। স্থানীয় খাবার খাওয়া জরুরী এবং প্লাস্টিকের ব্যবহার কমানোও জরুরী। অধিকাংশ সবজি আসে প্লাস্টিকে মোড়ানো অবস্থায়। আমরা সেটি খুলে প্লাস্টিক ফেলে দেই। এই ডোমটি অন্ধকারের জন্য নয়। আমাদের দুটো জায়গা রাখতে হয়। একটি ঘরের ভেতরে, অন্যটি বাইরে। আমি এখানে একটি গল্প তৈরি করেছি। সারা পৃথিবীর সাহায্য লাগবে। সেজন্য আমরা এখান থেকে শুরু করতে চাই। এখানে কাজটি ঠিক করার পর এখান থেকে বের হতে চাই। সারা পৃথিবীর মানুষকে সাহায্য করতে চাই।

খাদ্য উৎপাদনের মাধ্যমে তিনি ব্যবসা শুরু করলেন। এগুলোকে মূল ভূখন্ডে ফেরত পাঠানো দরকার। গ্রীষ্মের সময় তিনি গ্রিন হাউজে সবজির চাষাবাদ করেন। মি: বেন আশা করেন তিনি একদিন আবর্জনা বিহীন একটি রেস্টুরেন্ট খুলতে পারবেন। বিজ্ঞানীরা বলছেন, অন্য জায়গার চেয়ে আর্কটিক এলাকা দ্রুত উষ্ণ হচ্ছে। তিনি মনে করেন, তার কাজ পরিবেশ রক্ষায় সাহায্য করবে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়