শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৪:৫১ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসামরিক সরকারের দাবিতে সুদানে ২দিনের ধর্মঘট

আব্দুর রাজ্জাক : সুদানের বিক্ষোভকারী ও বিরোধী জোট সম্মিলিতভাবে সোমবার এ ধর্মঘটের ডাক দেয়। গণতান্ত্রিকভাবে একটি বেসামরিক সরকার গঠনের দাবিতে দেশটির সামরিক কাউন্সিলের সঙ্গে টানাপোড়েনের জেরে স্থানীয় সময় মঙ্গলবার থেকে আবারো কঠোর আন্দোলনের ডাক দেয়া হলো। রয়টার্স, মিডল ইস্ট মনিটর

বিক্ষোভের মুখে গত ১১ এপ্রিল সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির সামরিক কাউন্সিল এর (টিএমসি) কাছে একটি বেসামরিক সরকারের দাবি জানিয়ে আসছে গণতন্ত্রকামী জোট (ডিএফসিএফ)। এতে দফায় দফায় আলোচনার পরও কে ক্ষমতার কেন্দ্রে কে থাকবে এ বিষয়ে সমঝোতা হচ্ছে না বরং বিক্ষোভকারীদের সঙ্গে সামরিক কাউন্সিলের কয়েক দফা সংঘর্ষ হয়েছে।

ডিএফসিএফ এর প্রতিনিধি ওয়াগদি সালেহ বলেন, একটি সার্বভৌম সরকারে সামরিক কাউন্সিল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা চায়। অন্যদিকে, সামরিক কাউন্সিলও সাংবাদিক সম্মেলন করে জানায়, তারা ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত। কিন্তু আন্দোলনকারীরা ক্ষমতা ভাগাভাগি করতে প্রস্তুত নয়। তারা চায় সামরিক বাহিনী শুধু একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় উপাদান হিসেবে থাকবে।

এদিকে, আন্দোলনকারীদের জোট সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ (এসপিএলএম-এন) এর প্রতিনিধি ইয়াসির আরমানের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেন মার্কিন দূত স্টেভেন কোটসিস। তিনি গণতন্ত্রকামীদের সঙ্গে একটি বেসামরিক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন বলে সুদানে মার্কিন দূতাবাস থেকে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়