শিরোনাম
◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৪:৫১ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসামরিক সরকারের দাবিতে সুদানে ২দিনের ধর্মঘট

আব্দুর রাজ্জাক : সুদানের বিক্ষোভকারী ও বিরোধী জোট সম্মিলিতভাবে সোমবার এ ধর্মঘটের ডাক দেয়। গণতান্ত্রিকভাবে একটি বেসামরিক সরকার গঠনের দাবিতে দেশটির সামরিক কাউন্সিলের সঙ্গে টানাপোড়েনের জেরে স্থানীয় সময় মঙ্গলবার থেকে আবারো কঠোর আন্দোলনের ডাক দেয়া হলো। রয়টার্স, মিডল ইস্ট মনিটর

বিক্ষোভের মুখে গত ১১ এপ্রিল সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির সামরিক কাউন্সিল এর (টিএমসি) কাছে একটি বেসামরিক সরকারের দাবি জানিয়ে আসছে গণতন্ত্রকামী জোট (ডিএফসিএফ)। এতে দফায় দফায় আলোচনার পরও কে ক্ষমতার কেন্দ্রে কে থাকবে এ বিষয়ে সমঝোতা হচ্ছে না বরং বিক্ষোভকারীদের সঙ্গে সামরিক কাউন্সিলের কয়েক দফা সংঘর্ষ হয়েছে।

ডিএফসিএফ এর প্রতিনিধি ওয়াগদি সালেহ বলেন, একটি সার্বভৌম সরকারে সামরিক কাউন্সিল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা চায়। অন্যদিকে, সামরিক কাউন্সিলও সাংবাদিক সম্মেলন করে জানায়, তারা ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত। কিন্তু আন্দোলনকারীরা ক্ষমতা ভাগাভাগি করতে প্রস্তুত নয়। তারা চায় সামরিক বাহিনী শুধু একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় উপাদান হিসেবে থাকবে।

এদিকে, আন্দোলনকারীদের জোট সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ (এসপিএলএম-এন) এর প্রতিনিধি ইয়াসির আরমানের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেন মার্কিন দূত স্টেভেন কোটসিস। তিনি গণতন্ত্রকামীদের সঙ্গে একটি বেসামরিক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন বলে সুদানে মার্কিন দূতাবাস থেকে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়