খোকন আহম্মেদ হীরা : বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর সংলগ্ন জয়শ্রী-মুন্ডপাশা মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার চারতলা ভবনের জন্য বিনামূল্যে জমি দান করে বিপাকে পরেছে একটি দিনমজুর পরিবার।
সোমবার সকালে ওই বিদ্যালয় সংলগ্ন বাড়ির বাসিন্দা দিনমজুর শাহজাহান বেপারীর স্ত্রী মুকুল বেগম জানান, গত চার মাস পূর্বে বিদ্যালয়ের কারিগরি শাখার চারতলা ভবনের জন্য জায়গা সংকুলান না হওয়ায় স্কুলের স্বার্থে তার স্বামী এক শতক জমি ভবনের জন্য দান করেছেন। এরপর স্কুলের ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। গত কয়েকদিন পূর্বে তার (মুকুল) বসতঘরের পার্শ্ববর্তী টিপু মৃধা নামের এক প্রবাসী স্কুলের পেছনের অংশে ব্যক্তিগত ভবন নির্মাণের কাজ শুরু করেন। এতে তাদের চলাচলের একমাত্র পথ বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায়। একপর্যায়ে তাদের বাঁধার মুখে ভবন নির্মাণের কাজ বন্ধ রাখা হয়। এরইমধ্যে রোববার দিবাগত রাতে স্থানীয় প্রভাবশালী মোবারক মৃধার নেতৃত্বে স্কুল ম্যানেজিং কমিটির কতিপয় সদস্যদের নিয়ে পূর্নরায় একই জায়গায় কাজ শুরু করা হয়।
তিনি আরও জানান, উপায়অন্তুর না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা সত্বেও পুলিশের রহস্যজনক ভূমিকার কারণে রাতেই মোবাইল ফোনে তিনি বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশ টিপু মৃধার ভবনের কাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশ প্রদান করেন।
অভিযোগে আরও জানা গেছে, এতে ক্ষিপ্ত হয়ে টিপু মৃধার সহযোগিরা দিনমজুর পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন। অসহায় দিনমজুর শাহজাহান বেপারী প্রভাবশালীদের হাত থেকে তার পৈত্রিক সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।