শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৩:০২ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে সরকারি হাসপাতালের কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী আটক

সুজন কৈরী : রাজধানীর আজিমপুর থেকে সরকারি হাসপাতালের কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী প্রতারক চক্রের একজন সদস্যকে আটক করেছে র্যাব-৩। আটককৃতের নাম মো. আব্দুর রহিম (৩৮)।

র‌্যাব -৩ জানায়, রোববার রাতে আজিমপুর সরকারী অফিসার্স অফিসার্স কোয়াটারের সামনে থেকে আব্দুর রহিমকে আটক করা হয়। তার কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত মোবাইল এবং সীমকার্ড উদ্ধার করা হয়েছে। রহিম টাকার বিনিময়ে তার মোবাইল থেকে কর্মচারী হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের কাছে ইমোর মাধ্যমে প্রশ্নপত্র পাঠান।

র্যাব আরো জানায়, রহিমের মোবাইল তল্লাশি করে তার ইমো অ্যাপসের মধ্যে সরকারী কর্মচারী হাসপাতালের জনবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র, চাকরীর খবরপত্র পত্রিকায় প্রকাশিত সরকারী কর্মচারী জনবল নিয়োগের সার্কুলার দেখা গেছে। পরে ইডেন মহিলা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষা সূচী সংগ্রহ করে। যা আটক রহিমের মোবাইলে থাকা প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভর্তি পরীক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। এর আগে বিভিন্ন নিয়োগ পরীক্ষার্থী তার ডাচ বাংলা ব্যাংক ও ইসলামী ব্যাংকের হিসাব নম্বরে টাকা পাঠিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়