শিরোনাম
◈ বাংলাদেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস, প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস আঙ্কটাডের ◈ শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান ◈ ইসিতে প্রথম দিনের আপিল শুনানি: প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন ◈ আবার ক্রিকেট মাঠে মৃত্যু, এবার মারা গেলেন রঞ্জি ট্রফিতে খেলা মিজোরামের ক্রিকেটার ◈ ‘বিড়িতে সুখ টানেও দাঁড়িপাল্লায় ভোট’ চাওয়া সেই জামায়াত প্রার্থী ফয়জুল হককে শোকজ ◈ একজন সামান্য কর্মী থেকে যেভাবে হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ◈ ১৫ বছরে পুলিশ দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল: আইজিপি (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ ইংল‌্যা‌ন্ডের মঈন আলী বল‌লেন, বাংলাদেশে ভালো ক্রিকেটার আছে, ত‌বে বিশ্বমানের নেই  ◈ ২২ বছর পর আফ্রিকা কাপ অব নেশন্সের সেমিফাইনালে মরক্কো

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৫:২৩ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরের কোনবাড়ী ও চন্দ্রা উড়াল সড়ক চালু, যানজট মুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

শারমিন করিম ও ফজলুল হক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ও চন্দ্রা উড়াল সড়কের উদ্বোধনের ফলে একদিকে যান চলাচল যেমন নিরবিচ্ছিন্ন হয়েছে তেমনি আমূল পাল্টে গিয়েছে দৈনন্দিন যানজটের চিত্র। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদে ও নির্বিঘ্নে ঈদযাত্রার জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই অংশকে যানজট মুক্ত করার জন্য দেশবাসীকে ঈদের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার এসব উড়াল সড়ক ও সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

সরেজমিনে কোনাবাড়ী ও চন্দ্রা উড়াল সড়কে গিয়ে দেখা যায়, যানচলাচলের ভিন্ন চিত্র। প্রতিদিন যেখানে কোনাবাড়ী বাস-স্ট্যান্ড অতিক্রম করতে প্রতিটি যানবাহনের দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগত সেখানে বর্তমানে মাত্র ১০ মিনিটের মধ্যে এই স্থানটি অতিক্রম করছে।

উড়াল সড়ক দিয়ে চলাচলরত প্রভাতি বনশ্রী পরিবহনের চালক লোকমান হোসেন বলেন, ফ্লাইওভার উদ্বোধনের আগে প্রতিদিন কোনাবাড়ীর যানজটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো। কিন্তু গতকাল থেকে মাত্র ১০ মিনিটের মধ্যেই কোনাবাড়ী অতিক্রম করছি। ফলে ঢাকা থকে কালিয়াকৈর রুটে আমাদের ট্রিপের সংখ্যা বাড়ছে।

চন্দ্রা উড়াল সড়ক দিয়ে চলাচলকারী এনা পরিবহনের চালক মফিজ উদ্দিন বলেন, ফ্লাইওভার চালো হওয়ার আগে চন্দ্রা মোড়ে যানজটে প্রতিদিন এক থেকে দেড়ঘণ্টা বসে থাকতে হতো। কিন্তু বর্তমানে চিত্র সর্ম্পূণ পাল্টে গেছে। এখন ২/৩ মিনিটে চন্দ্রা মোড় অতিক্রম করা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক মনির হোসেন মোল্লা জানান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন হওয়া কোনবাড়ী ও চন্দ্রা ফ্লাইওভারের ওপর দিয়ে কালিয়াকৈর যাওয়ার পথে রাস্তা কোথাও এক সেকেন্ডের জন্য গাড়ি চালাতে একটুও ক্লান্তি লাগেনি দেশের উন্নয়নে গাজীপুরবাসীকে এই স্বপ্নের ফ্লাইওভার উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রজেক্টের এক নম্বর প্যাকেজের প্রকল্প ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, সাসেক-১ এর কাজ প্রায় শেষ, বর্তমানে সাসেক-২ এর কাজ চলছে। এবারের ঈদযাত্রা নিরাপদে ও নির্বিঘেœ করার জন্য দুটি ফ্লাইওভার, দুটি সেতু ও চারটি ওভারপাস খুলে দেওয়া হয়েছে। সুতরাং ঘরমুখো মানুষের ঈদযাত্রায় আর কষ্ট হবে না। সম্পাদনা :মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়