কেএম নাহিদ : ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে রিমস এর পেইং ওয়ার্ডে ভর্তি আছেন। সেখানে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে জানা যায়। তিনদিন ধরে লালু না ঘুমাতে পারছেন, না খেতে পারছে না। ওনার এই কাণ্ড দেখে ডাক্তারেরাও অবাক। লালু প্রসাদের ডাক্তার প্রফেসর উমেশ প্রসাদ বলেন, লালু ব্রেকফাস্ট করেন নেয়, কিন্তু দুপুরের খাওয়া আর খাচ্ছেন না। আর এই কারণে ওনাকে ইনসুলিন দিতে অসুবিধা হচ্ছে। ডাক্তার জানান, অত্যাধিক টেনশন এর জন্য ওনার এরকম পরিস্থিতি হয়ে আছে। ইন্ডিয়া র্যাগ
ভারতের লোকসভা নির্বাচনের ২০১৯ ফলাফলের দিনে লালু প্রসাদ সকাল ৮ টার সময় টিভি খুলেছিলেন, আর নির্বাচনের ফলাফল যত স্পষ্ট হচ্ছিল, ততই তার টেনশন বাড়ছিল। এরপর তিনি দুপুর ১ টা নাগাদ টিভি বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সম্পাদনায়: কায়কোবাদ মিলন।