শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনপ্রিয় তিন মুখ সিয়াম, পূজা ও তাসকিন অভিনীত ছবি ‘শান’-এর শুটিং শুরু হলো

আবু সুফিয়ান রতন : জনপ্রিয় তিন মুখ সিয়াম, পূজা ও তাসকিন অভিনীত ছবি ‘শান’-এর শুটিং শুরু হলো আজ (রবিবার) থেকে। রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে সকাল থেকে শুটিং চলছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ছবির পরিচালক এম এ রাহিম।

নির্মাতা জানান, প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন সিয়াম, পূজা, তাসকিন তিনজনই। আরও আছেন চম্পা ও অরুণা বিশ্বাস। পরিচালক এম রাহিম বলেন, ৩ জুন পর্যন্ত ঢাকায় শুটিং করবো। ঈদের পরেই শুটিংয়ে যাবো ঢাকার বাইরে।
এম এ রাহিমের এটিই প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও আছে তার কাজের অভিজ্ঞতা।

শান নিয়ে নির্মাতা রাহিম জানান, পুরোপুরি অ্যাকশন-থ্রিলার ধর্মী ছবি এটি। শুটিং শুরুর আগে প্রচুর স্টাডি করেছেন। প্রস্তুতিও নিতে হয়েছে নানাভাবে। বললেন, প্রি-প্রডাকশনে কাজ গোছাতে সময় লেগেছে। চিত্রনাট্যে একাধিকবার ঘষামাজা করতে হয়েছে। নইলে মে’র প্রথম দিকেই কাজ শুরু করতাম।

`শান’ ছবিতে চিত্রনায়ক সিয়াম আহমেদ নাম ভূমিকায় অভিনয় করবেন। চুক্তিবদ্ধ হয়ে ‘শান’ নিয়ে চ্যানেল আই অনলাইনকে সিয়াম জানিয়েছিলেন: এ বছর ‘শান’ দিয়েই তিনি প্রথম কাজ শুরু করতে যাচ্ছেন। যেখানে একটি বাহিনীর কর্মকর্তা হিসেবে তাকে দেখা যাবে। প্রচুর মারপিট আছে।

এ জন্য নিজেকে প্রস্তুত করতে সিয়ামের অনেক ঘাম ঝরাতে হয়েছে। পুলিশের একাধিক ট্রেনিং শিখতে হয়েছে। এমনকি গোঁফ রাখতে হয়েছে। সিয়ামের আশা। পোড়ামন ২, দহন, ফাগুন হাওয়ায় ছবির পর তিনি শানের মাধ্যমে নতুন মোড়কে হাজির হতে পারবেন।

তাসনিক রহমান নিজেও ‘শান’ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। বললেন: চরিত্র নিয়ে এখনই কিছু বলা বারণ। তবে এটি যেহেতু মারপিটের ছবি, তাই সেই প্রস্তুটিই আগে নিচ্ছি। জিমে সময় দিচ্ছি, মারপিট শিখছি। দু-এক ঘণ্টা অনুশীলনে এগুলো ক্যামেরার সামনে ফুটিয়ে তোলা সম্ভব না। সেজন্য লম্বা সময় নিয়েছি। দুমাস ধরে শরীর কনট্রোলে এনেছি।
মুক্তির সময় ‘শান’ পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। এ ছবিটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়