শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৫:০৩ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকে ডাক পাওয়া সিরাজুল ইসলাম মোল্লা আওয়ামী লীগের এমপি ছিলেন না!

আসাদুজ্জামান সম্রাট : অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদকে তলব করা নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা আওয়ামী লীগের এমপি ছিলেন না। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেন।

রোববার ২৬ মে বিকেলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে জানান, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম আজ তাকে চিঠি পাঠিয়ে তলব করেছেন। আগামী ১০ জুন জিজ্ঞাসাবাদের জন্য সিরাজুল ইসলামকে কমিশনে হাজির হতে বলা হয়েছে।

এ সম্পর্কিত সংবাদে টেলিভিশন মিডিয়াসহ বিভিন্ন অনলাইন ও সংবাদপত্রে তাকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, সিরাজুল ইসলাম মোল্লা কখনো আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন না। মিডিয়াগুলো তাকে ভুলভাবে উপস্থাপন করছে। কারো ব্যক্তিগত দুর্নীতির দায় আওয়ামী লীগের নন। আর তিনি তো আওয়ামী লীগের কেউ নন।

প্রসঙ্গত: সিরাজুল ইসলাম মোল্লা আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ হওয়ায় দশম জাতীয় সংসদে তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি জয়ী হলেও সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন।

এ ব্যাপারে নরসিংদী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল হক ভুঞা মোহন বলেন, সে কখনো আওয়ামী লীগের কোনো স্তরের কোনো সদস্য ছিলেন না। এমনকি প্রাথমিক সদস্য পদও তার নেই। কোনো কাউন্সিলেও কখনো সদস্য ছিলেন না। এলাকায় বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভুইয়ার সমর্থিত লোক হিসেবে পরিচিত ছিল। মান্নান ভুইয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের ডোনার হিসেবে পরিচিত ছিলেন। ২০১৪ সালে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে মান্নান ভুইয়া ও জামাত-বিএনপির ভোট ও কালো টাকার প্রভাব বিস্তার করেই তিনি নির্বাচিত হয়েছিলেন। তাঁর নির্বাচনী হলফনামায় স্বর্ণ চোরাচালানি ও জাল টাকার মামলার বিষয়ে উল্লেখ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়