শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ১০ ছিনতাইকারী ও ডাকাত আটক

সুজন কৈরী : রাজধানীর গুলিস্তান ও মোহাম্মদপুরে পৃথক অভিযান চালিয়ে ১০জন ছিনতাইকারী ও ডাকাতকে আটক করেছে র্যাব-১০ ও ডিএমপির গোয়েন্দা বিভাগ। র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক বলেন, রোববার বিকেলে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলো- জহির হোসেন (২৬), মো. রাসেল (২৮), মো. মিজানুর রহমান ওরফে মিজান (৩০), মানিক (২৩) ও আবুল কালাম (২৭)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু, ১টি চাপাতি, ৫টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ২শ’ টাকা জব্দ করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে বংশাল, সদরঘাট, গুলিস্তানসহ আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিএমপির মিডিয়া সেন্টার সূত্র জানায়, শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে ডিএমপি গোয়েন্দা বিভাগের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশনের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম। আটককৃতরা হলো- মো. নাসির সরদার (২২), মো. কামাল মাদবর (২৩), মো. শহীদ বেপারী (৩৫), মো. মনিরুল হাসান (১৮) ও মো. মাহাবুব মিয়া (৩০)। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ২টি চাপাতি ও ৩টি স্টিলের চাকু উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়