শিমুল মাহমুদ : বিএনপির রাজনৈতিক নেতাদের ইফতারে দাওয়াত দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সভাপতি মন্ডলির সদস্যদের। রোববার বিকেল ৪টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়ে এ দাওয়াতপত্র পৌঁছে দেন বিএনপির একটি প্রতিনিধি দল।
সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, আগামী ২৮ মে রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করছে বিএনপি। আমরা দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ সকল সভাপতি মন্ডলির সদস্যদের দাওয়াতপত্র দিয়ে এসেছি।
উপ দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২৮ তারিখ সকালে জাপান সফরে যাবেন। আর সাধারণ সম্পাদক কিছুদিন আগে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। উনারা সবেমাত্র দাওয়াত দিল, আমার দলীয় হাইকমান্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
তিনি বলেন, বিএনপিসহ ঐক্যফ্রন্টের সকল নেতাদের কার্ড আমরা আরামবাগে ঐক্যফ্রন্টের কার্যালয়ে দিয়ে এসেছি এবং শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে টেলিফোনে আমন্ত্রণের বিষয়টি অবহিত করি। তবে তারা আমাকে জানান, তারা দাওয়াত পেয়েছেন, কিন্তু তাদের পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি থাকায় অনুষ্ঠানে আসতে পারবেন না।
বিএনপির আমন্ত্রণপত্র নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে যান দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ ও তাইফুল ইসলাম টিপু।