শিরোনাম
◈ ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ রিজভীর ◈ রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস, ওসমান হাদির ওপর হামলায় উদ্বেগ প্রকাশ পদকপ্রাপকদের ◈ আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলা‌দে‌শের সুন্দর সূচনা ◈ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান ◈ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল? ◈ ওসমান হাদির হামলা নিয়ে ডিএমপি কমিশনারের নামে 'ভুয়া ফটোকার্ড' ছড়ানোর বিষয়ে সতর্কতা ◈ 'ফিরে এসো প্রিয় ওসমান হাদি': আসিফ আকবর ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত, ইসির পরিপত্র জারি ◈ ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড গঠন, সর্বশেষ যা জানা গেল ◈ তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৩:৫২ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির ইফতারে আওয়ামী লীগকে দাওয়াত

শিমুল মাহমুদ : বিএনপির রাজনৈতিক নেতাদের ইফতারে দাওয়াত দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সভাপতি মন্ডলির সদস্যদের। রোববার বিকেল ৪টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়ে এ দাওয়াতপত্র পৌঁছে দেন বিএনপির একটি প্রতিনিধি দল।

সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, আগামী ২৮ মে রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করছে বিএনপি। আমরা দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ সকল সভাপতি মন্ডলির সদস্যদের দাওয়াতপত্র দিয়ে এসেছি।

উপ দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২৮ তারিখ সকালে জাপান সফরে যাবেন। আর সাধারণ সম্পাদক কিছুদিন আগে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। উনারা সবেমাত্র দাওয়াত দিল, আমার দলীয় হাইকমান্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, বিএনপিসহ ঐক্যফ্রন্টের সকল নেতাদের কার্ড আমরা আরামবাগে ঐক্যফ্রন্টের কার্যালয়ে দিয়ে এসেছি এবং শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে টেলিফোনে আমন্ত্রণের বিষয়টি অবহিত করি। তবে তারা আমাকে জানান, তারা দাওয়াত পেয়েছেন, কিন্তু তাদের পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি থাকায় অনুষ্ঠানে আসতে পারবেন না।

বিএনপির আমন্ত্রণপত্র নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে যান দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ ও তাইফুল ইসলাম টিপু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়