শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৩:৪৬ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেযবুত তাওহীদকে নিষিদ্ধ করার দাবি বাবুনগরীর

আমিন মুনশি : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, হেযবুত তাওহীদ যে সকল কার্যক্রম পরিচালনা করে তা সম্পূর্ণভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। তারা ইসলামের নামে যেসব সন্ত্রাসবাদের কথা বলে তা ইসলাম সমর্থন করে না। হেযবুত তাওহীদ একটি ভ্রান্ত দল, তারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।

রবিবার (২৬ মে) পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ইসলামি আকিদা সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা বাবুনগরী বলেন, ইসলামবিদ্বেষী অপশক্তি হেযবুত তাওহীদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। তাদের কার্যক্রম বন্ধ করা না হলে তা রাষ্ট্রের জন্য বড় ধরণের হুমকির কারণ হবে।

তিনি আরও বলেন, হেজবুত তাওহীদের ইসলাম এবং দেশবিরোধী কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রের সকল নাগরিককে সজাগ ও সোচ্চার হতে হবে। আগে আমরা খতমে নবুওতের ব্যানারে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি জানিয়েছি। এখন আমাদের দাবি, কাদিয়ানিদের সাথে হেযবুত তাওহীদকেও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। ভ্রান্ত এ সংগঠনগুলো বাংলাদেশের আনাচে-কানাচে যতো কার্যক্রম পরিচালনা করে তা তদন্ত সাপেক্ষে নিয়ন্ত্রণ করতে হবে।
সেমিনারে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুফতি রিজওয়ান রফিকী, মাওলানা গাজী ইয়াকুব, মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া, মুফতী লুতফুর রহমান ফরায়েজী, মাওলানা আব্দুর রহীম আল মাদানীসহ প্রমুখ ইসলামি চিন্তাবিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়