শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০১:৪৫ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে টেন্ডুলকারের রান টপকানোর কেউ নেই

এল আর বাদল : বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিককে স্পর্শ করার ধারে কাছেও নেই কোনো ক্রিকেটার। আগামী পাঁচ আসরেও হবে বলে মনে হয় না, অথচ প্রতিবারই ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ক্রিকেটার থেকে শুরু করে ভক্তদের মধ্যে আলোচনার ঝড় বয়ে যায়। এবারও ব্যতিক্রম নয়। বিশ্বকাপ ঘিরে বাইশ গজের ব্যাট-বলের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। এবার হয়তো অনেক ক্রিকেটার বিখ্যাত হয়ে ওঠবেন, তাদের নিয়ে লেখাও হবে বিস্তর। কিন্তু বিশ্বকাপের গত ১১ আসরে এমন কিছু রেকর্ড আছে যা ভাঙা প্রায় অসম্ভব। যার মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক শচীন টেন্ডুলকারের রানের রেকর্ড।

ব্যক্তিগতভাবে বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিক তিনি। এখন পর্যন্ত ৬টি বিশ্বকাপ খেলে ৫৬.৯৫ গড়ে মোট ২২৭৮ রান করেন ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি। এই রানের মধ্যে আছে ৬টি সেঞ্চুরি ও ১৫টি হাফসেঞ্চুরি। টেন্ডুলকার ছাড়া আর কোনো ব্যাটসম্যান এখন পর্যন্ত বিশ্বকাপে ২ হাজার রানের ঘর পার হতে পারেননি।

টেন্ডুলকারের এই রেকর্ডের গুরুত্ব বোঝা যায় তার কাছাকাছি রান দেখলেই। সাবেক ক্রিকেটারদের মধ্যে শচীনের কাছাকাছি আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার রান সংখ্যা ১৭৪৩। তবে বর্তমান ক্রিকেটারদের মধ্যে এগিয়ে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। তার নামের পাশে আছে ৮০৯ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়