শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নড়াইলে প্রেমে রাজি না হওয়ায় ছাত্রীকে হাতুড়ি পেটা

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় লাহুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে বখাটেরা। শনিবার সকালে (২৫ মে) লাহুড়িয়া বিনয় মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাবুল নামে এক জনকে আটক করেছে।

জানা গেছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসার পথে দিননাথপাড়ার আজমলের ছেলে বখাটে ওবায়দুর প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্যক্ত করতো। শনিবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বিনয় মাস্টারের বাড়ির সমানে পৌঁছালে বখাটে ওবায়দুর ও তার সহযোগী কাবুল ছাত্রীর পথরোধের চেষ্টা করে এবং পুনরায় প্রেমের প্রস্তাব দেয়। ছাত্রীটি তা প্রত্যাখ্যান করে চলে যেতে চাইলে ওবায়দুর তার কাছে থাকা হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক জখম করে। ছাত্রীটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশ এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওবায়দুরের সহযোগী কাবুলকে আটক করেছে। এঘটনায় মামলা করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। এক অভিযুক্তকে আটক করা হয়েছে। অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়