শিরোনাম
◈ ভারতের ৪ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২৬ টি-টোয়েন্টি দল থেকে বাদ! ◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কসবাদীদের কথা : মানুষ কি বুঝতে পারে?

মাসুদ রানা : বাঙালি মার্কসবাদীরা শ্রেণি-সংগ্রামের তত্ত্ব দিয়ে সমাজকে যে প্রকারে বিভক্তকরণ ও নামকরণের মাধ্যমে শত্রু-মিত্র নির্ণয় করে, আমার ধারণা, তা এ জাতির দরিদ্র ও শোষিত শ্রেণির লোকদের কাছে আদৌ বোধগম্য নয়। মার্কসবাদীরা যে ‘দুনিয়ার মজদুর, এক হও’ স্লোগান দিয়ে মুখে ফেনা তোলে, তো ‘মজদুর’ শব্দটিই যে বাঙালি সাধারণ্যে বোধগম্য নয়, সে বোধ কি তাদের আছে?

আমার ধারণা, মার্কসবাদীদের মুখে দিনে-রাতে উচ্চারিত কেতাবি ‘সর্বহারা’ নামটি খোদ সর্বহারার কাছেও বোধ্যগম্য নয়। আর ‘বুর্জোয়া’ বোঝার তো বহু দূরের কথা!  তো, মার্কসবাদীরা যে বুর্জোয়া শ্রেণির বিরুদ্ধে সর্বহারা শ্রেণির বিপ্লবের কথা প্রচার করে, সর্বহারা শ্রেণির লোকেরা কি জানে যে তারা ‘সর্বহারা’ এবং তাদের যারা শোষণ করে, তারা ‘বুর্জোয়া’? বাংলাদেশের রাস্তা-ঘাটে, নগরে-বন্দরে, হাটে-বাজারে ও ক্ষেতে-খামারে যে লাখ লাখ শোষিত দরিদ্র শ্রমজীবী মানুষ তাদের জিজ্ঞেস করে দু’টি প্রশ্ন করুন : ১. ভাই আপনি কি ‘সর্বহারা’ বা ‘মজদুর’? ২. আপনি কি কোনো ‘বুর্জোয়া’ চিনেন? আমার ধারণা আছে এর উত্তর কী হতে পারে।

আমি আশির দশকে সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের প্রচুর শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলে আমি বোঝার চেষ্টা করেছি, তাদের উদ্দেশে যা বলা হয়, তার কতোখানি তাদের বোধগম্য। আমার মনে হয়েছে, বাংলাদেশের মার্কসবাদীদের ব্যবহৃত চাবি-শব্দের অধিকাংশই তার বোঝেন না। কিন্তু লক্ষ্য করেছি তাদের কথা যে মানুষ বুঝতে পারে না, এ বিষয়ে মার্কসবাদীরা নির্বিকার। সঙ্গত কারণেই প্রশ্ন হতে পারে : যাদের জন্যে যাদের নিয়ে যাদের বিপ্লব করবেন, তারা যদি আপনাদের কথাই না বোঝে, বিপ্লবটা কি আকাশ থেকে পড়বে? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়