শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ১০:০৪ দুপুর
আপডেট : ২৬ মে, ২০১৯, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে হারের দায়ভার নিয়ে পদত্যাগের প্রস্তাব রাহুল গান্ধীর, নাকচ করলো কংগ্রেস

লিহান লিমা: লোকসভা নির্বাচনে হারের দায়ভার গ্রহণ করে শনিবার সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে নিজের পদত্যাগের ইচ্ছার কথা জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে না নাকচ করে দিয়েছেন দলের নেতারা। কংগ্রেসের মুখপাত্র রণবীর সিং সুরজেওয়ালা বলেন, ‘এই চ্যালেঞ্জিং সময়ে রাহুল গান্ধীকে আমাদের প্রয়োজন, তিনি দিক-নির্দেশনা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন।’ এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের সংবাদ সংস্থা এএনআই জানায়, নির্বাচনের ফলাফল ঘোষণার পর দলের চেয়ারপার্সন সেনিয়া গান্ধীর কাছে পদত্যাগের দেওয়ার কথা বলেছিলেন রাহুল। যদিও তা খারিজ করে দেন সোনিয়া। তবে ছেলেকে তিনি ওয়ার্কিং কমিটির কাছে প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। শনিবার সকালে ওয়ার্কিং কমিটিও তা প্রত্যাখ্যান করে। এদিনের ওয়ার্কিং কমিটির বৈঠকে হাজির ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংঙ্কা গান্ধী-সহ কংগ্রেসের একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রীরা। রাহুলের পদত্যাগের প্রস্তাব বাতিল হলেও সংগঠনে আমূল পরিবর্তন আনতে হবে বলে একমত হয়েছেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। তারা স্বীকার করেন, সাংগঠনিক কাঠামোগত কারণেই মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছে দল। তবে ওয়ার্কিং কমিটি সভাপতি হিসেবে রাহুলের প্রচেষ্টার প্রশংসা করে ও তার ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানায়। কংগ্রেসের মিত্রজোট দ্রাবিড় মূনেত্র কড়গম (ডিএমকে) এর নেতা স্ট্যালিন বলেন, ‘রাহুলের নেতৃত্বেই ইউপিএ আবার ঘুরে দাঁড়াবে। কংগ্রেস সভাপতিই দেশের আগামী প্রধানমন্ত্রী হবে।’

লোকসভা নির্বাচনে এবার বড়সড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। নির্বাচনে মাত্র ৫২ আসন পেয়েছে কংগ্রেস। দলের ন’জন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেরেছেন। পরাজিত হয়েছেন গত লোকসভায় কংগ্রেসের দলনেতা মলি­কার্জুন খাড়গেও। শেষ মুহুর্তে প্রিয়াংকা গান্ধীকে রাজনীতিতে সক্রিয় করেও পূর্ব- উত্তরপ্রদেশে সুবিধা করতে পারে নি দলটি। কংগ্রেসের কিছু নেতা মনে করছেন, রাহুল গান্ধীর ‘চৌকিদার চোর হ্যায়’ ¯েøাগান মানুষ ভালভাবে নেয় নি। এর ফলে কংগ্রেসের ভোটব্যাংকে নেতিবাচক প্রভাব পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়