শিরোনাম
◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি ◈ ৩ বাসে ভাঙচুর, ট্রাফিক বক্সে আগুন, গুলিবিদ্ধ ১ ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০১:১০ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক ফাগুন রেজা হত্যার বিচার দাবিতে শেরপুর প্রেসক্লাবের মানববন্ধন ও ৫দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা

তপু সরকার হারুন: শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজার বড় ছেলে প্রিয় ডট কমের সাব এডিটর ইহসান ইবনে রেজা ফাগুন হত্যার বিচার দাবিতে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ ২৫ মে দুপুরে শেরপুর বঙ্গবন্ধু স্কয়ার (থানার মোড়) এ কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ফাগুনের বাবা কাকন রেজা, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার ও মনিরুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর ডায়াবেটিক সমিতির সভপাতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী নাগ লক্ষী, জেলা পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি অ্যাডভোকেট ঈমাম হোসেন ঠান্ডু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য কৃষিবীদ আল ফারুক ডিউন, জেলা উদিচির সভাপতি তপন সারোয়ার, জন উদ্যোগের আহ্বায়ক আবুল কালম, কলেজ শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক শিব সংকর কারোয়া, কবি সংঘের সভাপতি তালাত মাহমুদ, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম বাবুল, সহসভাপতি এসএম শহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, ক্রীড়া সম্পাদক মহি উদ্দিন সোহেল, প্রচার সম্পাদক সোহেল রানা, ই্য়ুথ রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

পরে এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচার না হওয়া পর্যন্ত এবং রেল পুলিশের গাফলতির বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আগামী ৫দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, বিভিন্ন উপজেলা ও জেলা সদরে মানব বন্ধন, বিক্ষোভ ও স্মারক লিপি পেশ। মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন অংশগ্রহণ করে একাত্মতা পোষণ করেন।

উল্লে­খ্য, গত ২২ মে ঢাকা থেকে ফেরার পথে তরুণ এ সাংবাদিকের লাশ জামালপুরের নান্দিনায় রেল লাইনের  পাশে পাওয়া যায়। ফাগুনের লাশ পাওয়ার পর তা সনাক্ত করার চেষ্টা না করে তড়িঘড়ি করে জামালপুর ফওতি গোর স্নানে লাশ দাফনের চেষ্টা করে জামালপুর রেল পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে শেরপুরে সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়