শিরোনাম
◈ গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের ◈ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, প্রশ্ন প্রধান বিচারপতির ◈ সচল ১৬ স্থলবন্দরে ১ কোটি ৫২ লাখ টন পণ্য আমদানি, ৮ বন্দর নিষ্ক্রিয় ◈ ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ ১২ নির্দেশনা মানতে হবে সেন্টমার্টিন দ্বীপে যেতে  ◈ সরকারের দলীয় উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদের বদলাতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ ◈ এএফ‌সি কা‌পের বাছাই‌য়ে ভারতের বিরু‌দ্ধে খেলার আ‌গে আফগানিস্তানের স‌ঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ ট্রফির দরকার হ‌লে পু‌রো দল দুবাই এসে নিয়ে যাও, ভারতের মেইলের জবাবে এ‌সি‌সি প্রধান মহ‌সিন নাকভি

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুমরাহ’র সামনে ব্যাটিং করতে চান না লারা

স্পোর্টস ডেস্ক : রানবন্যার বিশ্বকাপে এবার গতিময় পেসারদের মূল্য বেড়েছে। সব দলই চেষ্টা করেছে নিজেদের সবচেয়ে দ্রুতগতির পেসারকে দলে নিতে। ফাস্ট বোলারদের মাঝেও তুলনা চলছে এখনই। সাবেক গতিদানব বিশ্বকাপে নিজের প্রথম পছন্দ হিসেবে স্বদেশি স্টার্ক-কামিন্সদের চেয়েও এগিয়ে রাখছেন ভারতের জাসপ্রীত বুমরাহকে। ব্যতিক্রমী অ্যাকশনের এই পেসারে মুগ্ধ ব্রায়ান লারাও।

কোন পেসারকে কীভাবে সামলাতে হবে, কার সঙ্গে কীভাবে মোকাবিলা করতে হবে, সেটা কিছুক্ষণ খেলেই ধরে ফেলতেন লারা। বুমরাহ’র বোলিং দেখেও তাকে মোকাবিলা করার একটা কৌশল বের করে ফেলেছেন লারা। লারার মতে, বুমরাকে উল্টো আক্রমণ করলে কোনো লাভ হবে না, উল্টো নিজের উইকেট খোয়াতে হবে।

লারার মতে নিয়মিত স্ট্রাইক বদল করলে বুমরাহ’র মনোবল ভেঙে দেওয়া সম্ভব, ‘যদি সম্ভব হতো, আমি পারলে বুমরাহর মুখোমুখিই হতাম না! সে অনেক ভালো একজন পেসার, যার অদ্ভুত একটা অ্যাকশন আছে। আমি ওর মোকাবিলা করলে ওর চোখের দিকে তাকিয়ে ওর প্রতিটা পদক্ষেপ ভালো করে দেখতাম। আর প্রতি আক্রমণ না করে বারবার স্ট্রাইক বদল করতাম। ওয়ানডেতে টি-টোয়েন্টির তুলনায় স্ট্রাইক বদল করার অনেক সুযোগ আছে। আপনি দরকার হলে অন্য বোলাররে ওপর চড়াও হন। বুমরার বলে চড়াও হতে গিয়ে লাভ নেই।’

বুমরার সুনাম করতে গিয়ে মুত্তিয়া মুরালিধরন ও সুনীল নারাইনের সঙ্গে তুলনা দিয়েছেন লারা, ‘আগে দেখা যেত, ব্যাটসম্যানরা মুরালিধরন ও নারাইনদের মতো বোলারকে আক্রমণ করতে চাইছে কিন্তু পারছে না। বুমরাও অনেকটা সেই ধরনের খেলোয়াড়। প্রতি আক্রমণ করে ওর সঙ্গে পারবেন না আপনি। আমি উল্টো ব্যাটসম্যানদের পরামর্শ দেব, চার-ছয় না মারার চেষ্টা করে দরকার হলে বুমরার ছয় বলে ছয়টা সিঙ্গেল নাও। এভাবেই ওর ওপর চাপ সৃষ্টি করা যাবে। ওর মতো বোলারের একটা দিন খারাপ যেতে পারে, তবে সব দিন খারাপ যাবে, এ আশা করা ভুল।’ প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়