শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুদ্রণ মালিক সমিতি ও এনসিটিবির টানাপোড়েনে আটকে আছে উচ্চ মাধ্যমিকের বই ছাপার কাজ

হ্যাপি আক্তার : আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্লাস। অথচ এখন পর্যন্ত বই ছাপানোর দরপত্র প্রক্রিয়াই শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড -এনসিটিবি। মুদ্রণ মালিকদের সাথে এনসিটিবির মত বিরোধে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এনসিটিবি বলছে, আগামী সপ্তাহের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ হবে। ইনডিপেনডেন্ট টেলিভিশন।

উচ্চ মাধ্যমিকের বাংলা, বাংলা- সহপাঠ এবং ইংরেজি বিষয়ের বই এনসিটিবি ছাপে। পরে সেই বই বাজারে বিক্রি করে।
এবার উচ্চ মাধ্যমিকের জন্য ২৭ লাখ বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি মাসে দরপত্র আহ্বান করেন এনসিটিবি। নকল বই ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে বেশিরভাগ মুদ্রণ মালিকই এই দরপত্র বয়কট করে। মাত্র চারটি প্রতিষ্ঠান এই দরপত্রে অংশ নেয়। এদিকে এদের বই ছাপানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে মুদ্রণ মালিক সমিতি। আর এই টানাপোড়েনের মধ্যেই আটকে আছে বই ছাপানোর কাজ।

মুদ্রণ মালিক সমিতি সভাপতি জহুরুল ইসলাম বলেন, নকল বইয়ের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। কিন্তু তারপরও এনসিটিবি তাদের কাজ দিচ্ছে। এটি আসলে এনসিটিবি’র দ্বৈততা। এই দ্বৈত নীতির কারণে সমস্যাগুলো তৈরি হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা বলেন, কোনো সংকট হবে না। আগের মতোই দরপত্র আহ্বান করা হয়েছে। চারটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এখন মূল্যায়ন চলছে। দ্রুতই কাজ শুরু হবে।

সংশ্লিষ্ঠরা বলছেন, সংকট কাটিয়ে দ্রুত এইসব বই ছাপাতে হবে। নইলে অসাধু ব্যবসায়ীরা নকল বই বাজারে ছেড়ে দেবে। যার ফলে বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়