শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুদ্রণ মালিক সমিতি ও এনসিটিবির টানাপোড়েনে আটকে আছে উচ্চ মাধ্যমিকের বই ছাপার কাজ

হ্যাপি আক্তার : আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্লাস। অথচ এখন পর্যন্ত বই ছাপানোর দরপত্র প্রক্রিয়াই শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড -এনসিটিবি। মুদ্রণ মালিকদের সাথে এনসিটিবির মত বিরোধে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এনসিটিবি বলছে, আগামী সপ্তাহের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ হবে। ইনডিপেনডেন্ট টেলিভিশন।

উচ্চ মাধ্যমিকের বাংলা, বাংলা- সহপাঠ এবং ইংরেজি বিষয়ের বই এনসিটিবি ছাপে। পরে সেই বই বাজারে বিক্রি করে।
এবার উচ্চ মাধ্যমিকের জন্য ২৭ লাখ বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি মাসে দরপত্র আহ্বান করেন এনসিটিবি। নকল বই ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে বেশিরভাগ মুদ্রণ মালিকই এই দরপত্র বয়কট করে। মাত্র চারটি প্রতিষ্ঠান এই দরপত্রে অংশ নেয়। এদিকে এদের বই ছাপানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে মুদ্রণ মালিক সমিতি। আর এই টানাপোড়েনের মধ্যেই আটকে আছে বই ছাপানোর কাজ।

মুদ্রণ মালিক সমিতি সভাপতি জহুরুল ইসলাম বলেন, নকল বইয়ের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। কিন্তু তারপরও এনসিটিবি তাদের কাজ দিচ্ছে। এটি আসলে এনসিটিবি’র দ্বৈততা। এই দ্বৈত নীতির কারণে সমস্যাগুলো তৈরি হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা বলেন, কোনো সংকট হবে না। আগের মতোই দরপত্র আহ্বান করা হয়েছে। চারটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এখন মূল্যায়ন চলছে। দ্রুতই কাজ শুরু হবে।

সংশ্লিষ্ঠরা বলছেন, সংকট কাটিয়ে দ্রুত এইসব বই ছাপাতে হবে। নইলে অসাধু ব্যবসায়ীরা নকল বই বাজারে ছেড়ে দেবে। যার ফলে বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়