শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০২:৪৮ রাত
আপডেট : ২৫ মে, ২০১৯, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির নতুন মন্ত্রীসভার ‘বিগ ফোর’ নিয়ে জল্পনা শুরু, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে পারেন অমিত শাহ

লিহান লিমা: বিপুল ভোটে জয়লাভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রীসভায় কে থাকছেন সেটি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। এখন পর্যন্ত স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে কে থাকছেন সেটি নিয়ে কিছু খোলাসা করা হয় নি। জানা গেছে, মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ, দু’জনেই মন্ত্রীসভায় নতুন মুখ দেখতে চান। এনডিটিভি, ওয়ান ইন্ডিয়া, আনন্দবাজার

প্রোটেম স্পিকার নির্বাচিত হতে চলেছেন বরেলি থেকে নির্বাচিত প্রবীণ সাংসদ সন্তোষ কুমার গাঙ্গোয়ার। তিনিই নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করান। এ বার সুমিত্রা মহাজনকে টিকেন না দেয়ায় সপ্তদশ লোকসভার স্পিকার নিয়েও শুরু হয়েছে ভাবনাচিন্তা।

মোদী-অমিত শাহ জুটির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এ বার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে অমিত শাহকে। সেক্ষেত্রে অবশ্য রাজনাথ সিংহকে গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রণালয় দেওয়া নিয়ে চিন্তা রয়েছে। বিগ ফোর’-এর বাকি তিন মন্ত্রণালয় অর্থ, প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা নিয়েও রয়েছে জোর গুঞ্জন। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাজে সন্তুষ্ট প্রধানমন্ত্রী। মনোহর পর্রীকর প্রতিরক্ষা মন্ত্রণালয় ছেড়ে গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দায়িত্ব সামলাচ্ছেন নির্মলা সীতারামণ। তাঁর পারফরম্যান্সও সন্তোষজনক। ফলে এই দুই দফতর পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

স্বাস্থ্যগত কারণে অর্থমন্ত্রী অরুণ জেটলি হয়ত নাও পদে ফিরতে পারেন। এর আগে দুইবার জেটলি জায়গায় অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন রেল ও কয়লামন্ত্রী পিযুষ গোয়েল। আমেথিতে রাহুল গান্ধীকে হারানো স্মৃতি ইরানিকে টেক্সটাইল মন্ত্রালয় থেকে এবার আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হতে পারে। পশ্চিমবঙ্গ থেকে এবারের বিজেপির টিকেটে জয়ী হয়েছে ১৮ জন, তাঁদের অনেকেই মন্ত্রী হতে পারেন বলে গুঞ্জন উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়