লিয়ন মীর : দেশে এখন স্থিতিশীল গণতন্ত্র বিরাজমান। এই স্থিতিশীলতা অব্যাহত রাখতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের প্রচেষ্টায় গণতান্ত্রিক যাত্রা সমুন্নত রাখা সম্ভব নয়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে গণতান্ত্রিক অগ্রযাত্রয় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই যাত্রায় সব দলকে দেশের প্রয়োজনে দায়িত্ব নিয়ে অংশগ্রহণ করতে হবে।
তিনি বলেন, গণতন্ত্র হচ্ছে রাষ্ট্র পরিচালনার একটি ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যমে জনগণ তার সামগ্রিক নাগরিক অধিকার ভোগ করে। যেটা প্রদান করে সরকার। তাই যে দল যখন সরকারে থাকে তখন তুলনামূকলভাবে সেই দলের দায়িত্ব একটু বেশি থাকে। ক্ষমতাসীন দলের স্বেচ্ছাচারিতায় বা অবহেলায় গণতান্ত্রিক যাত্রা স্থগিত হয়ে যায় যেমনটা অতীতে আমাদের দেশে হয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে খুনিরাই ক্ষমতা দখল করে দেশ পরিচালনা করেছিলো। যার ফলে বাংলাদেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলনের পরে বাংলার মানুষ যুদ্ধ করে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলো সেই স্বপ্ন ভেঙে যায় এবং বাংলাদেশের অগ্রযাত্রা স্থগিত হয়ে পড়ে। কিন্তু বঙ্গন্ধুকন্যা শেখ হাসিনা দীর্ঘদিন পর ক্ষমতায় এসে সেই অগ্রযাত্রা পুনরায় শুরু করেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতন্ত্রের একটি মূল কথা হচ্ছে আইনের শাসন। আইনের শাসন না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। তাই গণতান্ত্রিক যাত্রা আরো বেশি ত্বরান্বিত করতে হলে আইনের শাসন পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।