শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৩:৪২ রাত
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রস্তুতি ম্যাচে রাসেলের বাউন্সারে হাসপাতালে খাজা

স্পোর্টস ডেস্ক : আর মাত্র ৭ দিন পরেই পর্দা উঠতে চলেছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হওয়া বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে সাউদাম্পটনের নার্সারি গ্রাউন্ডে উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করার সময় ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের করা বাউন্সারে অজি ওপেনার উসমান খাজার চোয়ালে আঘাত হানে। তবে হেলমেট থাকায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন তিনি।

আঘাতটি লাগার পর তৎক্ষণাৎ খাজাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চোয়ালের স্ক্যান করানো হয়। রাসেলের করা বলটি দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পর অস্বস্তি নিয়ে অস্ট্রেলিয়া দলের চিকিৎসক রিচার্ড স’য়ের সাথে মাঠ ছাড়েন খাজা। পরবর্তীতে আর মাঠে ফিরতে পারেননি তিনি।

উল্লেখ্য, খাজার এই ইনজুরি বেশ বড় ধাক্কাই হবে অস্ট্রেলিয়া দলের জন্য। কারণ বর্তমানে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ৩২ বছর বয়সী এই ওপেনার। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে কিছুদিন আগে প্রস্তুতি ম্যাচে ৫৬ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছিলেন তিনি।

তার আগে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২৭২ রান করেছিলেন খাজা। যেখানে হাঁকিয়েছিলেন ৩টি হাফসেঞ্চুরি। তবে আঘাত গুরুতর না হলে বিশ্বকাপ একাদশে খাজার অন্তর্ভুক্তির জোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হার্ডহিটার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে ব্যাটিংয়ে নামতে হবে তিন নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়