শিরোনাম
◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৩:৪২ রাত
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রস্তুতি ম্যাচে রাসেলের বাউন্সারে হাসপাতালে খাজা

স্পোর্টস ডেস্ক : আর মাত্র ৭ দিন পরেই পর্দা উঠতে চলেছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হওয়া বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে সাউদাম্পটনের নার্সারি গ্রাউন্ডে উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করার সময় ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের করা বাউন্সারে অজি ওপেনার উসমান খাজার চোয়ালে আঘাত হানে। তবে হেলমেট থাকায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন তিনি।

আঘাতটি লাগার পর তৎক্ষণাৎ খাজাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চোয়ালের স্ক্যান করানো হয়। রাসেলের করা বলটি দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পর অস্বস্তি নিয়ে অস্ট্রেলিয়া দলের চিকিৎসক রিচার্ড স’য়ের সাথে মাঠ ছাড়েন খাজা। পরবর্তীতে আর মাঠে ফিরতে পারেননি তিনি।

উল্লেখ্য, খাজার এই ইনজুরি বেশ বড় ধাক্কাই হবে অস্ট্রেলিয়া দলের জন্য। কারণ বর্তমানে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ৩২ বছর বয়সী এই ওপেনার। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে কিছুদিন আগে প্রস্তুতি ম্যাচে ৫৬ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছিলেন তিনি।

তার আগে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২৭২ রান করেছিলেন খাজা। যেখানে হাঁকিয়েছিলেন ৩টি হাফসেঞ্চুরি। তবে আঘাত গুরুতর না হলে বিশ্বকাপ একাদশে খাজার অন্তর্ভুক্তির জোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হার্ডহিটার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে ব্যাটিংয়ে নামতে হবে তিন নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়