শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৬:২৮ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ দেশের বিনিয়োগকারীদের মতোই বাংলাদেশকে সুবিধা দেবে ইথিওপিয়া জানালেন দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী

স্বপ্না চক্রবর্তী : শুন্য শতাংশ শুল্ক হারে দেশটিতে বাংলাদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন ইথিওপিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী টেকা গেব্রেজিসাস। তিনি বলেন, তৈরি পোশাকসহ অন্যান্য খাতে বাংলাদেশ উত্তোরত্তর সাফল্য অর্জন করছে। যা অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য রোল মডেল। এদেশের পোশাক শিল্প ব্যবসায়ীরা ইতিমধ্যে ইথিওপিয়ায় বিনিয়োগ করেছেন। আমরা তাদের আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।

বুধবার নীট খাতের পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ এর নেতাদের সাথে দক্ষতা বিনিময় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে ৭০টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে। যদিও আমাদের কোনো ডিপ সী পোর্ট নাই তবুও আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ সুবিধা দিয়ে থাকি। আমরা কথা দিচ্ছি বাংলাদেশও সব ধরণের সুযোগ সুবিধা পাবে। এমনকি আমাদের দেশের বিনিয়োগকারীরা যেসব সুবিধা পাচ্ছে বাংলাদেশও সেসব সুবিধা পাবে।

বিকেএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমদের সভাপতিত্বে এসময় বাংলাদেশের পোশাক খাতের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেণ সংগঠনটির সহ-সভাপতি ফজলে শামীম এহসান। তিনি দেশটির বিনিয়োগকারীদেরকেও বাংলাদেশ সরকারের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়