শিরোনাম
◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী নির্যাতন মামলাগুলোর দ্রুতবিচার করতে হবে, দাবি জানালেন মালেকা বানু

জুয়েল খান : সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নারী নির্যাতন, ধর্ষণ এবং নারী হয়রানির বিষয় সামনে এসেছে। বিশেষ করে কয়েকটা ঘটনা খুবই মর্মান্তিক ঘটেছে। আগুন দিয়ে নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই বিষয় নিয়ে দিনের পর দিন নারীবাদী সংগঠন গুলো সভা সেমিনার করেই চলেছেন কিন্তু এখনও এই বিষয়ের কোনো সমাধান হয়নি। নারীর প্রতি সহিংসা বন্ধ হয়নি। আসলে আইন করে নারী নির্যাতন বন্ধ করা যাবে না।

আইনের প্রয়োগ করতে হবে। আইনের পাশাপাশি মানুষকে ধর্মীয় এবং সামাজিকভাবে মূল্যবোধের উন্নয়ন করতে হবে। আমার এখন সভ্য সমাজে বসবাস করি। আধুনিক এবং সভ্যতার এই দশকে এসে একজন নারী যদি একজন পুরুষের কাছে নিরাপত্তা অনুভব না করে তাহলে আমাদের এই আধুনিকতা, এই সভ্যতার আসলে কী মর্ম থাকলো। নারী পুরুষের সহযোগী। নারী পুরুষ মিলে সমাজ গঠন করবে এবং একে অন্যকে সহযোগীতা করবে তাহলেই সভ্যসমাজ গঠন করা সম্ভব বলে মনে করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।

তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে প্রত্যেকটা মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। একই সাথে কারো বিরুদ্ধে নারী নির্যাতনে অভিযোগ প্রমাণ হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে যাতে এই শাস্তি দেখে কেই যাতে নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে সাহস না পায়। এছাড়া ধর্ষণ মামলায় জিজ্ঞাসাবাদ করার সময় কোনো নারী যাতে আবার যন্ত্রণা না পায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে যে ব্যক্তি ধর্ষণ বা সহিংসতার শিকার হয়েছেন তিনি অপরাধী নয়। যে ধর্ষণ করেছে সে অপরাধী তাই ধর্ষককে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে তবে নারীর ক্ষেত্রে পরিবেশের বিষয়টা বিবেচনায় রাখতে হবে বলে মনে করেন এই নারী অধিকার কর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়