শিরোনাম
◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী নির্যাতন মামলাগুলোর দ্রুতবিচার করতে হবে, দাবি জানালেন মালেকা বানু

জুয়েল খান : সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নারী নির্যাতন, ধর্ষণ এবং নারী হয়রানির বিষয় সামনে এসেছে। বিশেষ করে কয়েকটা ঘটনা খুবই মর্মান্তিক ঘটেছে। আগুন দিয়ে নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই বিষয় নিয়ে দিনের পর দিন নারীবাদী সংগঠন গুলো সভা সেমিনার করেই চলেছেন কিন্তু এখনও এই বিষয়ের কোনো সমাধান হয়নি। নারীর প্রতি সহিংসা বন্ধ হয়নি। আসলে আইন করে নারী নির্যাতন বন্ধ করা যাবে না।

আইনের প্রয়োগ করতে হবে। আইনের পাশাপাশি মানুষকে ধর্মীয় এবং সামাজিকভাবে মূল্যবোধের উন্নয়ন করতে হবে। আমার এখন সভ্য সমাজে বসবাস করি। আধুনিক এবং সভ্যতার এই দশকে এসে একজন নারী যদি একজন পুরুষের কাছে নিরাপত্তা অনুভব না করে তাহলে আমাদের এই আধুনিকতা, এই সভ্যতার আসলে কী মর্ম থাকলো। নারী পুরুষের সহযোগী। নারী পুরুষ মিলে সমাজ গঠন করবে এবং একে অন্যকে সহযোগীতা করবে তাহলেই সভ্যসমাজ গঠন করা সম্ভব বলে মনে করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।

তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে প্রত্যেকটা মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। একই সাথে কারো বিরুদ্ধে নারী নির্যাতনে অভিযোগ প্রমাণ হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে যাতে এই শাস্তি দেখে কেই যাতে নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে সাহস না পায়। এছাড়া ধর্ষণ মামলায় জিজ্ঞাসাবাদ করার সময় কোনো নারী যাতে আবার যন্ত্রণা না পায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে যে ব্যক্তি ধর্ষণ বা সহিংসতার শিকার হয়েছেন তিনি অপরাধী নয়। যে ধর্ষণ করেছে সে অপরাধী তাই ধর্ষককে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে তবে নারীর ক্ষেত্রে পরিবেশের বিষয়টা বিবেচনায় রাখতে হবে বলে মনে করেন এই নারী অধিকার কর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়