শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৩:০০ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুল ইনজেকশন পুশ, মৃত্যুর সাথে পাঞ্জা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

মোহাম্মদ মাসুদ : ভুল ইনজেকশন পুশ করার কারণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নি। মঙ্গলবার ভোরবেলায় গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। জমুনা টিভি

নার্স রাশিদার দেয়া ভুল ইনজেকশনের কারণে মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার পর থেকে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান ওই নার্স।

ভুল ইনজেকশন পুশের শিকার মরিয়ম সুলতানা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মোঃ মোশারফ হোসেন বিশ্বাসের মেয়ে।

শিক্ষার্থীর বাবা মোঃ মোশারফ হোসেন বিশ্বাস বলেন, পিত্ত থলির পাথর জনিত কারণে আমার মেয়েকে ডাক্তার তপন কুমার মন্ডলের কাছে দেখানো হয়। সোমবার(২০ মে) গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় ওই শিক্ষার্থীর অপারেশনের করার দিন ধার্য করা হয়। ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতারে নার্স রাশিদা ওই ছাত্রিকে গ্যাসের ইনজেকশনের পরিবর্তে ভুল করে অজ্ঞান করার ইনজেকশন দিয়ে দেয়। এসময় ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে বিষয়টি জানাজানি হলে হাসপাতালের পরিচালক ডা.ফরিদুল ইসলামের নেতুত্বে একটি মেডিকেল টিম গঠন করা হয়। পরে ওই শিক্ষার্থীকে ঢাকায় রেফার করা হয়।

এ ব্যাপারে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পরিচালক ডা. ফরিদুল ইসলাম বলেন, কি করে একজন সিনিয়র নার্স ভুল ইনজেকশন পুশ করলেন এটা বোধগম্য নয়। এবিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, রোগীটি যেন ভাল ট্রিটমেন্ট পায় সেজন্য খুলনায় রেফার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়