শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০২:০৫ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা উপমন্ত্রীর পরিচয়ে অপহরণচেষ্টাকারী এক যুবক গ্রেফতার

মুহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাবি: ছাত্রলীগ নেত্রী শ্রাবণী দিশাকে অপহরণ চেষ্টার সঙ্গে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত দিশার শাহবাগ থানায় করা সাধারণ ডাইরিতে যে নম্বর থেকে শিক্ষা উপমন্ত্রী নওফেল পরিচয় দিয়ে তাকে ফোন করার কথা বলা হয়েছে সেটির সাথে ওসমান নামের এই ব্যক্তির মোবাইল নম্বরের মিল পাওয়া যায়।

জানা গেছে, মো. ওসমান (২৬) নামের ঐ যুবককে সোমবার গভীর রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। আরো জানা গেছে, ওসমানের বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি, থাকেন ঝর্ণাপাড়া এলাকাতেই।

ওসমান গত ১৮ মে শনিবার ০১৮১২৭৬১৭০৩ নম্বর থেকে উপমন্ত্রী নওফেল পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী শ্রাবণী দিশাকে ফোন করে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল।

পরের দিন, রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রাবণী দিশা তাকে ‘অপহরণের চেষ্টার’ অভিযোগ তোলেন। শ্রাবণী উক্ত সংবাদ সম্মেলনে জানান, ‘শনিবার বদরুন্নেছা ছাত্রলীগের সহ-সভাপতি এস.কে রিমা ফোন করে আমাকে বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার সঙ্গে কথা বলতে চান। সন্ধ্যায় হাতিরপুলের একটি বাসায় আমার সঙ্গে দেখা করতে আসেন রিমা। কিন্তু তার আচরণ দেখে আমি বুঝতে পারি, উপমন্ত্রীর কথা বলে আমাকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমি বুঝে ফেলায় রিমা তড়িঘড়ি করে পালিয়ে যান। পরে আমরা জানতে পারি, উপমন্ত্রী নওফেল তখন চীনে অবস্থান করছেন। ‘অপহরণের চেষ্টার’ অভিযোগে শাহবাগ থানায় জিডি(সাধারণ ডায়েরি) করার কথা তখন জানান তিনি।

২১ মে কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ কর্মকর্তা শাহ মো. আব্দুর রউফ বলেন, ‘শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নাজিউর রহমান শিকদার ওরফে অনিক থানায় এসে অভিযোগ করেছিলেন, উপমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে কোনো ব্যক্তি এই মোবাইল নাম্বারগুলো দিয়ে ০১৮১২৭৬১৭০৩, ০১৭৮৫৬০৮৭০৫ বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবি ও হুমকি দিয়ে আসছে।’

আব্দুর রউফ আরো জানান, ‘গ্রেপ্তার ওসমানই ০১৮১২৭৬১৭০৩ নম্বর থেকে ফোন করে নিজেকে নওফেল পরিচয় দেন আর ০১৭৮৫৬০৮৭০৫ এই নাম্বার থেকে ফোন করে নিজেকে উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।’

ওসমান এর আগেও গত ১০ মার্চ চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী এটলিকে ফোন করে তার পদ ধরে রাখতে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন জানিয়ে পুলিশ কর্মকর্তা রউফ বলেন, ‘এটলির বিষয়টি তদন্ত করতে গিয়ে আমরা ওসমানের সন্ধান পাই। পরে শাহবাগ থানায় ছাত্রলীগ নেত্রী শ্রাবণীর করা সাধারণ ডায়েরিতে যে নম্বর থেকে নওফেল পরিচয় দিয়ে তাকে ফোন করার কথা বলা হয়েছে সেটির সাথে ওসমানের নম্বরটির মিল পাই।’

ওসমানের দেওয়া তথ্য মতে, ‘একটি ফেইসবুক আইডি থেকে নওফেলের ছোট ভাই পরিচয় দিয়ে বদরুন্নেসা কলেজের ছাত্রলীগ নেত্রী রিমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তার সাথে ফেইসবুকে যুক্ত হন তিনি। পরে নওফেল পরিচয় দিয়েও রিমার সাথে কয়েকবার কথা বলেন তিনি।’

১৩ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিতদের ওপর মধুর ক্যান্টিনে হামলার পরে রোকায়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণীর ফেইসবুকে স্ট্যাটাস দেখে ওসমান নওফেলের ছোট ভাই সেজে ম্যাসেঞ্জারে রিমাকে জানান, ‘শ্রাবণীর ওপর হামলার ঘটনায় নওফেল ব্যথিত হয়েছেন। এসময় রীমাকে শ্রাবণীর বাসায় গিয়ে নওফেলের সাথে কথা বলিয়ে দেওয়ার পরামর্শ দেন ওসমান।’ পরে রিমাও শ্রাবণীর বাসায় গিয়ে নওফেল মনে করে ওসমানের সঙ্গে (০১৮১২৭৬১৭০৩) এই মোবাইল নাম্বারটিতে কথা বলিয়ে দেন।

ওসমান পুলিশকে আরও জানিয়েছেন, ‘তিনি বিভিন্ন সময়ে দারুল ফজল মার্কেটে আওয়ামী লীগের অফিসে যাতায়াত করার দরুন নেতাকর্মীদের স্বভাব লক্ষ্য করে অনেকের সঙ্গে সখ্যতা গড়ে তুলতেন। তিনি ভিন্ন ভিন্ন কন্ঠে কথাও বলতে পারেন ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়