শিরোনাম
◈ ঢাকায় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস ◈ বিদ্রোহী প্রার্থী সামাল দিতে পারবে বিএনপি? ◈ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, এক আসনে লড়ছেন ২৪ জন ◈ শেষ ষোলয় সেনেগালকে হারা‌তে চায় সুদান ◈ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের ◈ গাজায় ত্রাণ সংস্থা নিষিদ্ধ করায় নেতানিয়াহুকে 'ফেরাউন' বললেন এরদোগান ◈ অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা বললেন, আমি গর্বিত মুসলিম  ◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ◈ ভারত-বাংলাদেশ যাতায়াতে পেট্রাপোল বন্দরে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ বসালো ভারত

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৭:১২ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে ছাড়া চীন কখনই শীর্ষ অর্থনৈতিক পরাশক্তি হতে পারবে না, ফক্স নিউজ’কে ট্রাম্প

সান্দ্রা নন্দিনী : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কয়েকশ’ কোটি ডলার পাওয়া যাচ্ছে বলে বাণিজ্যযুদ্ধ নিয়ে অত্যন্ত আনন্দিত তিনি। সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, চীন মোটেও আমাদের মত ভালো অবস্থানে নেই। সাউথ চায়না মর্নিং পোস্ট, স্পুৎনিক

ট্রাম্পের বক্তব্য এটিই ইঙ্গিত দেয় যে, বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যযুদ্ধ নিয়ে মধ্যস্থতায় কোনও তাড়া নেই যুক্তরাষ্ট্রের। পরিস্থিতি দিনদিন আরও জটিল করা হচ্ছে। এর মধ্যে, এমাসেই চীনের পণ্যের ওপর শুল্কারোপ এবং যুক্তরাষ্ট্রের বাজারে চীনের হুয়াওয়ে প্রযুক্তির প্রবেশাধিকার নিষিদ্ধ করেছেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীনের অর্থনীতি এই মুহূর্তে খুব ভাল চলছে না। অন্যদিকে আমাদের অর্থনীতির অবস্থা অসাধারণ! এর কারণ হলো, তারা আমাদের অর্থনীতিকে প্রায় ধরে ফেলতে চাচ্ছিলো। এমনকী তারা হয়ত আমাদের চেয়েও বড় হয়ে যেত যদি হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতেন। আর এখন যেভাবে চলছে তাতে তাদের পক্ষে আমাদের ধারেকাছেও পৌঁছানো সম্ভব না।’

ট্রাম্প বলেন, ‘দেখুন, আমার মনেহয় এটিই চীনের ইচ্ছা। আর কেনইবা হবে না বলুন? আমার মতে, তারা অত্যন্ত উচ্চাভিলাসী আর স্মার্ট জাতি। তবে চীন যদি বিশে^র নেতৃত্বদানকারী সুপার পাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যেতে চায়, সেটি কিন্তু আমাকে ছাড়া সম্ভব হবে না।’

উল্লেখ্য, ২০১৮ সালে এইচএসবিসি হোল্ডিংস’র অর্থনীতিবিদরা জানিয়েছিলেন, ২০৩০ সালের মধ্যে চীন বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিণত হতে পারে। কেননা, এখন দেশটি যেভাবে এগুচ্ছে তাতে সেসময়ে তাদের মোট জাতীয় উৎপাদন ২৬ ট্রিলিয়নে গিয়ে দাঁড়াবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মোট জাতীয় উৎপাদন দাঁড়াবে ২৫.২ ট্রিলিয়ন ডলার।

আবার, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড-আইএমএফ’র পক্ষ থেকেও গতবছর জানানো হয়, ২০৩০ সালের মধ্যেই বৃহত্তম অর্থনীতির দেশ হবে চীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়