শিরোনাম
◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৫:১৭ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাই আন্তর্জাতিক কোরআন পুরস্কার জিতে নিল ২৩ বছরের এক লিবিয়ান

শাজাহান খান, আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কোরআন পুরস্কার জিতে নিল ২৩ বছরের এক লিবিয়ান। দুবাইতে সরাসরি ১২টি রাত্রি প্রতিযোগিতামূলক পরীক্ষার পর, দুবাই ইন্টারন্যাশনাল পবিত্র কোরআন পুরস্কারের (DIHQA) প্রথমটি লিবিয়ার মুথ মাহমুদ আমির (২৩) জিতে নেন। তিনি এ প্রতিযোগিতায় প্রথম স্হান অর্জন করে ২ লাখ ৫০ হাজার দিরহাম ( ৫৭ লাখ ৫০ হাজার টাকা প্রায়) জিতে নেন। গতকাল রোববার দুবাই চেম্বারে এ প্রতিযোগিতার ২৩তম সংস্করণের শীর্ষ দশ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে মোহাম্মদ বিন রশিদ আল মকতুম জ্ঞান ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমেদ বিন মোহাম্মদ ও জাতীয় অলিম্পিক কমিটির সিনিয়র কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, স্পনসর ও জনসাধারণের উপস্থিতিতে এ পুরস্কার ঘোষণা করেন।

সাংস্কৃতিক ও মানবতার জন্য দুবাইয়ের শাসকের উপদেষ্টা ইব্রাহিম মোহাম্মদ বু মেলহা লিবিয়ার ২৩ বছর বয়সী মুথ মাহমুদ আমির বিন হামিদ শীর্ষস্থানীয় পদে জয়ী হিসেবে ঘোষণা দেন। "মরোক্কোর আহমেদ আছিরি এবং নাইজেরিয়ার ইব্রাহিম মাওজু দ্বিতীয় স্থান অর্জন করে ২ লাখ দিরহামের ( ৪৬ লাখ টাকা প্রায়) পুরস্কার জিতে নেন।

অন্য শীর্ষ বিজয়ীরা হলেন আহমেদ বশির আদেন, মার্কিন যুক্তরাষ্ট্র (৪র্থ), আয়েন ব্রাহিম, তিউনিশিয়া (৫ম), ওমর আহমদ হাসান আগা (৬ষ্ঠ), সিরিয়া, আব্দেলাযিজ চৌকরি, আলজেরিয়া (৭ম), আহমদ মোহাম্মদ ইব্রাহিম, কেনিয়া (৭ম) প্রমুখ। বাংলাদেশসহ বিশ্বের ১৬০টি দেশের হাফেজগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়