শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৮:২৪ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আবু সুফিয়ান রতন: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২০ মে) রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ ভবনে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি ফিল্ম আর্কাইভ চত্ত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন বিশেষ অতিথি তথ্যসচিব আবদুল মালেক, আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার ও চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিবর্গ । চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সামগ্রীর সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে দেশের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।  ১৯৭৮ সালের ১৭ই মে তারিখে যাত্রা শুরু করেছিল চলচ্চিত্র সংগ্রহ ও সংরক্ষণের জাতীয় এ প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ও স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ১৯৫৬ সাল থেকে সাম্প্রতিক কালের বিভিন্ন সিনেমার পোস্টার ও স্থিরচিত্র প্রদর্শনীতে স্থান পায়।

 

এরপর ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০২১ সালে অনুষ্ঠিতব্য ‘ফিআফ’ কংগ্রেসের প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক, শিক্ষক ও গবেষক অনুপম হায়াৎ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক  সৈয়দ সালাহ্উদ্দীন জাকী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার। মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন

অনুষ্ঠানে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, চলচ্চিত্র গবেষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তাগণ বলেন, ২০২১ সালে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৮মার্চ ৪ এপ্রিল সময়কালে আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম আর্কাইভের ৭৭তম কংগ্রেস (সম্মেলন) ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ফিয়াফ সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের তিন শতাধিক অতিথি অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, আন্তর্জাতিক আর্কাইভিস্ট মহলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়