শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০১:৫৫ রাত
আপডেট : ২১ মে, ২০১৯, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক মাধ্যমে কোহলির ১০০ মিলিয়ন ফলোয়ার

স্পোর্টস ডেস্ক : মাঠে এবং মাঠের বাইরে সমানভাবে আধিপত্য চালিয়ে যাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তার সামাজিক মাধ্যমে ফলোয়ারের সংখ্যার দিকে তাকালেই বোঝা যায় বিষয়টা। বিরাট কোহলি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০০ মিলিয়ন অনুসারীর মালিক। ক্রিকেট দুনিয়ায় আর কোনো খেলোয়াড়ের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম মিলিয়ে এত অনুসারী নেই।

সব সময় ভক্তদের সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের জীবন সম্পর্কে ভক্তদের নিয়মিত ‘আপডেট’ দেন। কোহলির কোটি কোটি ভক্তও অনলাইনে তাকে অনুসরণ করে প্রিয় তারকার খবরাখবর নেন। অনলাইনে কোহলির প্রতিটি পোস্টে প্রচুর মানুষ লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার দেন। ভক্তদের সঙ্গে আরও গভীর সম্পর্ক স্থাপন করার জন্য কিছুদিন আগে নিজের নামে একটা অ্যাপও চালু করেছেন তিনি। সম্প্রতি জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির অনুসারীর সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়েছে।

ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলে এই বিপুলসংখ্যক অনুসারী জোগাড় করেছেন কোহলি। ৩৩ দশমিক ৬ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রামে অনুসরণ করে কোহলিকে, টুইটার ও ফেসবুকে অনুসরণকারীর সংখ্যা যথাক্রমে ২৯ দশমিক ৫ মিলিয়ন ও ৩৭ মিলিয়ন। কোনো ক্রিকেটার এর আগে ১০০ মিলিয়ন অনুসরণকারীর এই মাইলফলক অতিক্রম করতে পারেননি। সে ক্ষেত্রে বলা যেতে পারে, বিশ্বের সবচেয়ে আলোচিত ক্রিকেটার এই মুহূর্তে কোহলিই!

ক্রিকেটার হিসেবে সবার চেয়ে এগিয়ে থাকলেও ক্রীড়াবিদদের এই তালিকায় বেশ পিছিয়ে কোহলি। তালিকার শীর্ষে অবস্থান করছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু ইনস্টাগ্রামেই ১৬৮ মিলিয়ন অনুসরণকারী তার। কেবল টুইটারেই তার অনুসারীর সংখ্যা ৭৮ মিলিয়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়