শিরোনাম
◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির ◈ ওসমান হাদি ইস্যুতে 'সর্বদলীয় প্রতিবাদ সভা'য় বিএনপি ছিল না কেন ◈ গুরুত্বপূর্ণ চার অধিদপ্তরে নতুন ডিজি ◈ রেকর্ড মূল্যে মোস্তাফিজকে দলে ভেড়াল কলকাতা নাইট রাইডার্স ◈ বিগ ব্যাশের অভিষেক ম‌্যা‌চেই দুর্দান্ত রিশাদ হো‌সেন, ‌বো‌লিং‌য়ে রান দেয়ায় কৃপণতা ◈ কয়লা ধুলে ময়লা যায় না, আ. লীগের ক্ষেত্রে তাই হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ একই দিনে নির্বাচন ও গণভোট, ভোটের গুরুত্ব তুলে ধরলেন ইউনূস (ভিডিও)

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০১:৫৫ রাত
আপডেট : ২১ মে, ২০১৯, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক মাধ্যমে কোহলির ১০০ মিলিয়ন ফলোয়ার

স্পোর্টস ডেস্ক : মাঠে এবং মাঠের বাইরে সমানভাবে আধিপত্য চালিয়ে যাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তার সামাজিক মাধ্যমে ফলোয়ারের সংখ্যার দিকে তাকালেই বোঝা যায় বিষয়টা। বিরাট কোহলি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০০ মিলিয়ন অনুসারীর মালিক। ক্রিকেট দুনিয়ায় আর কোনো খেলোয়াড়ের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম মিলিয়ে এত অনুসারী নেই।

সব সময় ভক্তদের সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের জীবন সম্পর্কে ভক্তদের নিয়মিত ‘আপডেট’ দেন। কোহলির কোটি কোটি ভক্তও অনলাইনে তাকে অনুসরণ করে প্রিয় তারকার খবরাখবর নেন। অনলাইনে কোহলির প্রতিটি পোস্টে প্রচুর মানুষ লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার দেন। ভক্তদের সঙ্গে আরও গভীর সম্পর্ক স্থাপন করার জন্য কিছুদিন আগে নিজের নামে একটা অ্যাপও চালু করেছেন তিনি। সম্প্রতি জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির অনুসারীর সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়েছে।

ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলে এই বিপুলসংখ্যক অনুসারী জোগাড় করেছেন কোহলি। ৩৩ দশমিক ৬ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রামে অনুসরণ করে কোহলিকে, টুইটার ও ফেসবুকে অনুসরণকারীর সংখ্যা যথাক্রমে ২৯ দশমিক ৫ মিলিয়ন ও ৩৭ মিলিয়ন। কোনো ক্রিকেটার এর আগে ১০০ মিলিয়ন অনুসরণকারীর এই মাইলফলক অতিক্রম করতে পারেননি। সে ক্ষেত্রে বলা যেতে পারে, বিশ্বের সবচেয়ে আলোচিত ক্রিকেটার এই মুহূর্তে কোহলিই!

ক্রিকেটার হিসেবে সবার চেয়ে এগিয়ে থাকলেও ক্রীড়াবিদদের এই তালিকায় বেশ পিছিয়ে কোহলি। তালিকার শীর্ষে অবস্থান করছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু ইনস্টাগ্রামেই ১৬৮ মিলিয়ন অনুসরণকারী তার। কেবল টুইটারেই তার অনুসারীর সংখ্যা ৭৮ মিলিয়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়