শিরোনাম
◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০১:৫৫ রাত
আপডেট : ২১ মে, ২০১৯, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক মাধ্যমে কোহলির ১০০ মিলিয়ন ফলোয়ার

স্পোর্টস ডেস্ক : মাঠে এবং মাঠের বাইরে সমানভাবে আধিপত্য চালিয়ে যাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তার সামাজিক মাধ্যমে ফলোয়ারের সংখ্যার দিকে তাকালেই বোঝা যায় বিষয়টা। বিরাট কোহলি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০০ মিলিয়ন অনুসারীর মালিক। ক্রিকেট দুনিয়ায় আর কোনো খেলোয়াড়ের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম মিলিয়ে এত অনুসারী নেই।

সব সময় ভক্তদের সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের জীবন সম্পর্কে ভক্তদের নিয়মিত ‘আপডেট’ দেন। কোহলির কোটি কোটি ভক্তও অনলাইনে তাকে অনুসরণ করে প্রিয় তারকার খবরাখবর নেন। অনলাইনে কোহলির প্রতিটি পোস্টে প্রচুর মানুষ লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার দেন। ভক্তদের সঙ্গে আরও গভীর সম্পর্ক স্থাপন করার জন্য কিছুদিন আগে নিজের নামে একটা অ্যাপও চালু করেছেন তিনি। সম্প্রতি জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির অনুসারীর সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়েছে।

ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলে এই বিপুলসংখ্যক অনুসারী জোগাড় করেছেন কোহলি। ৩৩ দশমিক ৬ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রামে অনুসরণ করে কোহলিকে, টুইটার ও ফেসবুকে অনুসরণকারীর সংখ্যা যথাক্রমে ২৯ দশমিক ৫ মিলিয়ন ও ৩৭ মিলিয়ন। কোনো ক্রিকেটার এর আগে ১০০ মিলিয়ন অনুসরণকারীর এই মাইলফলক অতিক্রম করতে পারেননি। সে ক্ষেত্রে বলা যেতে পারে, বিশ্বের সবচেয়ে আলোচিত ক্রিকেটার এই মুহূর্তে কোহলিই!

ক্রিকেটার হিসেবে সবার চেয়ে এগিয়ে থাকলেও ক্রীড়াবিদদের এই তালিকায় বেশ পিছিয়ে কোহলি। তালিকার শীর্ষে অবস্থান করছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু ইনস্টাগ্রামেই ১৬৮ মিলিয়ন অনুসরণকারী তার। কেবল টুইটারেই তার অনুসারীর সংখ্যা ৭৮ মিলিয়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়