শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৭:৫৯ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রস্তুত পাটুরিয়া, ঈদে থাকছে অতিরিক্ত ফেরি

ফাতেমা ইসলাম : ঈদে ঘরমুখো যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে এবারো পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদের ৩ দিন আগে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। যাত্রী ও যানবাহন পারাপারে প্রস্তুত রাখা হয়েছে ২০টি ফেরি ও ৩৩টি লঞ্চ। যাত্রী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সময় টিভি

বিআইডব্লিউটিএ, পাটুরিয়া-দৌলতদিয়া রুটের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম বলেন, বর্তমানে মোট ১৫টি ফেরি নিয়োজিত আছে। ঈদ উপলক্ষে ২০টির বেশি ফেরি থাকবে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, বর্তমানে নাব্য সঙ্কট নেই। তবুও আমাদের ড্রেজার প্রস্তুত আছে। যদি জরুরি দরকার হয় কাজে লাগানো হবে।

শিবালয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, মোবাইল কোর্টের একটি টিম প্রস্তুত থাকবে। পাশাপাশি অন্য ডিপার্টমেন্টের কর্মকর্তারাও প্রস্তুত থাকবে। একটি মোবাইল কোর্টও থাকবে। যাত্রী নিরাপত্তায় ঘাট এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, প্রতিটা গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স থাকবে। পাশাপাশি অজ্ঞান পার্টি, মলম পার্টি বা ছিনতাইকারীদের দৌরাত্ম্য যেন না থাকে সে ব্যবস্থা নেয়া হয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কয়েক লাখ মানুষ যাতায়াত করেন। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়