শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০২:০১ রাত
আপডেট : ২০ মে, ২০১৯, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজার মহিমা ক্ষুণ্ন হয় নামাজ না পড়লে

আমিন মুনশি : কিছু মানুষ এমন আছেন, মহান আল্লাহ তাদের রোজা রাখার তাওফিক দান করেছেন। কিন্তু তারা নামাজের ব্যাপারে উদাসীন। অথচ নামাজও আল্লাহর ফরজ বিধান এবং ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই নির্দিষ্ট সময়ে নামাজ পড়া অতীব জরুরি।

আর রমজান মাসে ফরজ নামাজের বাইরে তারাবি ও তাহাজ্জুদ নামাজের বিধান দেওয়া হয়েছে। সুতরাং রমজান মাসে নামাজ না পড়লে তা রমজানের মহিমাকে ক্ষুণ্ন করে। তাই নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই নামাজ মুসলমানদের ওপর নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ।’ (সুরা নিসা : ১০৩)

আবু আমর শায়বানী (রহ.) থেকে বর্ণিত। তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর বাড়ির দিকে ইঙ্গিত করে বলেন, এ বাড়ির মালিক আমাদের কাছে বর্ণনা করেছেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয়?’ তিনি বলেন, ‘যথাসময়ে সালাত আদায় করা।’ ইবনে মাসউদ (রা.) আবার জিজ্ঞেস করেন, অতঃপর কোনটি? তিনি বলেন, অতঃপর মাতা-পিতার সদ্ব্যবহার। ইবনে মাসউদ (রা.) আবার জিজ্ঞেস করেন, অতঃপর কোনটি? আল্লাহর রাসুল (সা.) বলেন, অতঃপর আল্লাহর পথে জিহাদ করা। ইবনে মাসউদ (রা.) বলেন, এগুলো তো আল্লাহর রাসুল (সা.) আমাকে বলেছেনই, যদি আমি আরো বেশি জানতে চাইতাম, তাহলে তিনি আরো বলতেন। (বুখারি, হাদিস : ৫২৭)

  • সর্বশেষ
  • জনপ্রিয়