শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০২:০১ রাত
আপডেট : ২০ মে, ২০১৯, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজার মহিমা ক্ষুণ্ন হয় নামাজ না পড়লে

আমিন মুনশি : কিছু মানুষ এমন আছেন, মহান আল্লাহ তাদের রোজা রাখার তাওফিক দান করেছেন। কিন্তু তারা নামাজের ব্যাপারে উদাসীন। অথচ নামাজও আল্লাহর ফরজ বিধান এবং ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই নির্দিষ্ট সময়ে নামাজ পড়া অতীব জরুরি।

আর রমজান মাসে ফরজ নামাজের বাইরে তারাবি ও তাহাজ্জুদ নামাজের বিধান দেওয়া হয়েছে। সুতরাং রমজান মাসে নামাজ না পড়লে তা রমজানের মহিমাকে ক্ষুণ্ন করে। তাই নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই নামাজ মুসলমানদের ওপর নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ।’ (সুরা নিসা : ১০৩)

আবু আমর শায়বানী (রহ.) থেকে বর্ণিত। তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর বাড়ির দিকে ইঙ্গিত করে বলেন, এ বাড়ির মালিক আমাদের কাছে বর্ণনা করেছেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয়?’ তিনি বলেন, ‘যথাসময়ে সালাত আদায় করা।’ ইবনে মাসউদ (রা.) আবার জিজ্ঞেস করেন, অতঃপর কোনটি? তিনি বলেন, অতঃপর মাতা-পিতার সদ্ব্যবহার। ইবনে মাসউদ (রা.) আবার জিজ্ঞেস করেন, অতঃপর কোনটি? আল্লাহর রাসুল (সা.) বলেন, অতঃপর আল্লাহর পথে জিহাদ করা। ইবনে মাসউদ (রা.) বলেন, এগুলো তো আল্লাহর রাসুল (সা.) আমাকে বলেছেনই, যদি আমি আরো বেশি জানতে চাইতাম, তাহলে তিনি আরো বলতেন। (বুখারি, হাদিস : ৫২৭)

  • সর্বশেষ
  • জনপ্রিয়