শিরোনাম
◈ ইউএস-বাংলাকে ২৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নেপালের আদালতের নির্দেশ: কাঠমান্ডু পোস্ট ◈ জুলাই গণ-অভ্যুত্থান: গত ১১ মাসে মামলা ১৬০১, চার্জশিট ১২ ◈ টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন, প্রতিদিন বিক্রি হচ্ছে ৩ কোটি টাকার আনারস ◈ ভুয়া জুলাই শহীদ শনাক্ত: অনুদান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ফাঁস প্রতারণা ◈ লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা প্রবাসীর স্ত্রী, ভবিষ্যৎ অনিশ্চিত ৮ বছরের মেয়ের ◈ দাউদকান্দিতে কুখ্যাত অপরাধী আল-মামুনকে কুপিয়ে হত্যা ◈ ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল ◈ নারায়ণগঞ্জ থেকে চোরাই ট্রাক উদ্ধার: পার্বতীপুরে হাতেনাতে ধরা পড়ল চালক ও চোরচক্রের সদস্য ◈ কুড়িগ্রাম হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক অনুপস্থিত: ভাড়াটে ডিএমএফ-এর অবহেলায় রোগীর মৃত্যু ◈ ৩৫% মার্কিন শুল্কে ধসে পড়তে পারে রপ্তানি, ঘুষ বেড়েছে পাঁচগুণ, আক্রান্ত সুশাসন: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৮:১৪ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি ঈদের ছবি

মহিব আল হাসান : ঈদের সময় ঢাকাই সিনেমার বাজারে হাওয়াটা বেশ লাগে। একাধিক নতুন ছবি মুক্তির মিছিলে থাকে। ঢাকাই সিনেমার বর্তমান সংকটময় সময়েও ঈদকে টার্গেট করে প্রযোজক-নির্মাতারা একাধিক ছবি নির্মাণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে তিনটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। পাশাপাশি সাফটা চুক্তির আওতায় কলকাতার একটি সিনেমাও মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এরইমধ্যে তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে।

মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’, সাকিব সনেটের ‘নোলক’ ও অনন্য মামুনের ‘আবার বসন্ত’ নামের ছবিগুলো আসছে ঈদে মুক্তির জন্য অপেক্ষা করছে। এসব ছবিতে অভিনয় করেছেন, শাকিব খান,বুবি,বুবলী, ইমন, স্পর্শিয়া, তারিক আনাম খান, মিশা সওদাগর, ডনসহ আরও অনেক তারকা শিল্পী। তবে তিনটি ছবির মধ্যেই দুটি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। দুটি ছবিতেই তার সহশিল্পী হিসেবে আছেন ববি ও বুবলী।

তবে এবারের ঈদে নির্মাতা ও সিনেমার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঈদের ছবির ব্যবসা নিয়ে নিয়ে অনেকটা চিন্তিত। মন্দা বাজারে ঈদে সিনেমা দর্শকদের হলে টানলেও এবারের ঈদে দর্শকদের তেমন একটা হলে দেখা যাবে না বলে মন্তব্য করছেন অনেকে। তারা বলছেন আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আসরেও বাংলাদেশ ক্রিকেট দল প্রতিযোগিতা করছে। যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে আগামী ২রা জুন দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে। এরপর ৫ই জুন নিউজিল্যান্ড, ৮ই জুন ইংল্যান্ড এবং ১১ই জুন শ্রীলঙ্কার সাথে খেলবে বাংলাদেশ দল।

ঈদুল ফিতর ছুি শুরু হচ্ছে আগামী তিন তারিখ থেকে। স্বল্পসময় ছুটি থাকায় অনেকে অনেক কিছু প্লান করে থাকেন। সিনেমা দেখা , ঘোরাঘুরিসহ নানা আয়োজনে ব্যস্ত থাকে। তবে এবারের ঈদে সেই সিনেমা দেখার তালিকা এবং ঘোরাঘুরির তালিকাটা একটু কম হতে যাচ্ছে। বিশ্ব ক্রিকেট আসরের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট শুরু হওয়ায় সারা বিশ্বে আমেজে থাকবে। কেউ মাঠে কেউবা টিভিতে আবার কেউবা বড় পর্দায়। আর একারণে সিনেমা ব্যবসায় তেমন সাফল্য আসবে না বলে বলছেন সিনেমার সাথে সংশ্লিষ্টরা।

এদিকে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও প্রদর্শক সমিতির নেতা ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, খেলাটা তাৎক্ষনিক হলেও একটু তো প্রভাব পড়ে। আমি ঈদে শাকিবের ‘পাসওয়ার্ড’ ছবিটি চালাবো। দেখা যাক কী হয়। তবে খেলার জন্য চলচ্চিত্রের দিকে খারাপ আবহাওয়া বিরাজ করবেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়