শিরোনাম
◈ জাকসু নির্বাচনে ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ ◈ অধ্যাদেশ, নির্বাহী আদেশ বা গণভোট: কোন পথে হবে সংবিধান সংস্কার? ◈ মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর ◈ মণিপুরে মোদীর প্রথম সফরকে কেন্দ্র করে উত্তেজনা, চুরাচাঁদপুরে ভাঙচুর ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের মাথা কেটে ফেলার ভিডিও ভাইরাল! ◈ ডেঙ্গুর প্রকোপ ফের বাড়ছে, ১৫ জনের মৃত্যু এক সপ্তাহে ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উচ্চপর্যায়ের নৈশভোজ ◈ টাঙ্গাইলে মনোনয়নপ্রত্যাশী সাবেক সেনা কর্মকর্তাকে বিএনপি থেকে বহিষ্কার ◈ সরকারি চিকিৎসকদের জন্য ৮ নির্দেশনা জারি, মানতে হবে কঠোরভাবে  ◈ ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রিই হচ্ছে না, জানা গেল কারণ

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৮:১৪ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি ঈদের ছবি

মহিব আল হাসান : ঈদের সময় ঢাকাই সিনেমার বাজারে হাওয়াটা বেশ লাগে। একাধিক নতুন ছবি মুক্তির মিছিলে থাকে। ঢাকাই সিনেমার বর্তমান সংকটময় সময়েও ঈদকে টার্গেট করে প্রযোজক-নির্মাতারা একাধিক ছবি নির্মাণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে তিনটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। পাশাপাশি সাফটা চুক্তির আওতায় কলকাতার একটি সিনেমাও মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এরইমধ্যে তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে।

মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’, সাকিব সনেটের ‘নোলক’ ও অনন্য মামুনের ‘আবার বসন্ত’ নামের ছবিগুলো আসছে ঈদে মুক্তির জন্য অপেক্ষা করছে। এসব ছবিতে অভিনয় করেছেন, শাকিব খান,বুবি,বুবলী, ইমন, স্পর্শিয়া, তারিক আনাম খান, মিশা সওদাগর, ডনসহ আরও অনেক তারকা শিল্পী। তবে তিনটি ছবির মধ্যেই দুটি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। দুটি ছবিতেই তার সহশিল্পী হিসেবে আছেন ববি ও বুবলী।

তবে এবারের ঈদে নির্মাতা ও সিনেমার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঈদের ছবির ব্যবসা নিয়ে নিয়ে অনেকটা চিন্তিত। মন্দা বাজারে ঈদে সিনেমা দর্শকদের হলে টানলেও এবারের ঈদে দর্শকদের তেমন একটা হলে দেখা যাবে না বলে মন্তব্য করছেন অনেকে। তারা বলছেন আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আসরেও বাংলাদেশ ক্রিকেট দল প্রতিযোগিতা করছে। যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে আগামী ২রা জুন দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে। এরপর ৫ই জুন নিউজিল্যান্ড, ৮ই জুন ইংল্যান্ড এবং ১১ই জুন শ্রীলঙ্কার সাথে খেলবে বাংলাদেশ দল।

ঈদুল ফিতর ছুি শুরু হচ্ছে আগামী তিন তারিখ থেকে। স্বল্পসময় ছুটি থাকায় অনেকে অনেক কিছু প্লান করে থাকেন। সিনেমা দেখা , ঘোরাঘুরিসহ নানা আয়োজনে ব্যস্ত থাকে। তবে এবারের ঈদে সেই সিনেমা দেখার তালিকা এবং ঘোরাঘুরির তালিকাটা একটু কম হতে যাচ্ছে। বিশ্ব ক্রিকেট আসরের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট শুরু হওয়ায় সারা বিশ্বে আমেজে থাকবে। কেউ মাঠে কেউবা টিভিতে আবার কেউবা বড় পর্দায়। আর একারণে সিনেমা ব্যবসায় তেমন সাফল্য আসবে না বলে বলছেন সিনেমার সাথে সংশ্লিষ্টরা।

এদিকে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও প্রদর্শক সমিতির নেতা ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, খেলাটা তাৎক্ষনিক হলেও একটু তো প্রভাব পড়ে। আমি ঈদে শাকিবের ‘পাসওয়ার্ড’ ছবিটি চালাবো। দেখা যাক কী হয়। তবে খেলার জন্য চলচ্চিত্রের দিকে খারাপ আবহাওয়া বিরাজ করবেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়