সালেহ্ বিপ্লব : ভিনদেশি প্রতিপক্ষের কবল থেকে যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ক রক্ষা করতে দেশে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। মার্কিন কোম্পানীগুলোকে বিদেশি ফোনসেট ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু বিদেশি কোন টেলিকম কোম্পানীর নাম তিনি উল্লেখ করেননি। কিন্তু বিশেষজ্ঞরা নিশ্চিত, চীনের হুয়াই কোম্পানির দিকেই নজর দিয়ে কথা বলছেন ট্রাম্প। বিবিসি
যুক্তরাষ্ট্র এবং আরো কটি দেশ সম্প্রতি চীনের দিকে তুলেছে অভিযোগের আঙ্গুল। তারা বলতে চায়, হুয়াইর মতো কোম্পানীগুলোর ডিভাইস ব্যবহার করে চীন বিভিন্ন দেশের ওপর নজরদারি করে। অবশ্য চীনা কোম্পানীটি এরই মধ্যে বলে দিয়েছে, তারা এসব চোরপুলিশ খেলার মধ্যে নেই।