আনিসুল হক : আমরা ইচ্ছা করলেই একই কথা সুন্দরভাবে বলার চেষ্টা করতে পারি, আবার মুখ-খারাপ করে অসুন্দরভাবে বলে ফেলতে পারি। কখনো কখনো রাগও প্রকাশ করতে হয়, ভাষার শালীনতা অতিক্রম করতে হয়, যখন পরিস্থিতি সে-রকম হয়। কিন্তু একই কথা ভালোভাবে বলে যদি আমার উদ্দেশ্য হাসিল করতে পারি, খারাপভাবে বলার দরকার কী! সুন্দর হওয়ার সাধনাই যেন আমরা সবাই করি।
সবাই যদি সুন্দর হই, পৃথিবী তাহলেই সুন্দর হবে। নিজেকে অসুন্দর করে অন্যদের সুন্দর হতে বলে লাভ নেই। কারণ আমি কেবল আমাকেই সুন্দর/অসুন্দর করতে পারি। অন্যেরটা তো আমার হাতে নেই। আমার যেটা হাতে আছে, সেখানেই আমি ভালো হওয়ার, আলো হওয়ার চেষ্টা করি না কেন? সেটা স্ট্যাটাসেও, ছবিতেও। ধন্যবাদ। ফেসবুক থেকে