মোহাম্মদ হাশেম : প্রতিদিনই ফেসবুকের পাতায় দেশের কোথাও না কোথাও মসজিদ-মাদ্রাসার কথিত ইমাম-হুজুরদের, ছোট ছোট বাচ্চা মেয়েছেলেদের যৌন নির্যাতনের খবর দেখে হতবাক হয়ে প্রশ্ন জাগে, এসব হচ্ছেটা কি? হুজুর নামধারী এই মোল্লারূপীরা এমন কুত্তাপাগল হয়ে গেলো কেন? এটা কি সৌদি আরবের মুসলমান নামধারীদের থেকে দীক্ষা গ্রহণ নাকি? যেখানে রুটি-রোজগারের জন্য যাওয়া আমাদের অসহায় মেয়েরা
নির্যাতনের শিকার হচ্ছে সৌদি পাষ-দের দ্বারা? বাপ-বেটা মিলে সৌদি অসভ্যদের একজনকে নির্যাতনের খবরও তো দেখছি অনেক! আরো প্রশ্ন জাগে... ‘যৌনকাজে মৃত্যু হবে না এমন কচি মেয়েদেরও বিয়ে করা যায়’ এবং ‘একজন সক্ষম পুরুষের এক স্ত্রীতে সন্তুষ্ট থাকা পাপ’... সৌদি এবং মিসরীয় আলেম নামধারীদের এমন সব ফতোয়া কি আমাদের আলেম নামধারী মোল্লাদের এমন কুত্তা পাগল করে দিলো? ফেসবুক থেকে