শিরোনাম
◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও) ◈ তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদীর প্রত্যাশা ◈ পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছে আমি ঝগড়া করবো না, উল্টোপাল্টা কথা বইলেন না : মির্জা আব্বাস ◈ আপিল শুনানির প্রথম দিনে যারা প্রার্থিতা ফিরে পেলেন ও হারালেন

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৫:০৮ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা জয়ে দারুণভাবে বিশ্বকাপের প্রস্তুতি সারলো মাশরাফিরা

আক্তারুজ্জামান : আজ নিয়মরক্ষার ম্যাচে ২৯২ রানের বড় স্কোর গড়েও বাংলাদেশের কাছে পাত্তা পায়নি স্বাগতিক আয়ারল্যান্ড। টাইগারদের কাছে তারা হেরেছে ৬ উইকেটে। বাংলাদেশ ৪২ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয়।

বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত পেছনে ফিরে তাকানোর ফুসরত নেই বাংলাদেশের ক্রিকেট সেনাদের। ইংল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে গত ৩ মে আয়ারল্যান্ডে উড়াল দিয়েছিলো লাল-সবুজের দলটি। সেখানে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে একের পর এক জয় নিয়ে মুক্ত বিহঙ্গের মতো উড়ছে মাশরাফি-সাকিবরা।

সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে হারিয়ে আরও একবার শক্তির জানান দিলো টাইগার সেনারা।

আগামী শুক্রবার সিরিজের ফাইনালে বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ লড়াই। ফলাফল যাই হোক, বিশ্বকাপের আগে টাইগারদের দারুণ পারফরমেন্স দেখে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার আর ইংল্যান্ডের মতো পরাশক্তিদের কপালে চিন্তার ভাঁজ পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।

টাইগারদের খেল তো এখানেই শেষ নয়, বিশ্বকাপ শুরুর প্রাক্কালে ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ভারত-পাকিস্তানের বিরুদ্ধে অনুশীলন ম্যাচও খেলবে বাংলাদেশের ওরা ১১ জন।

২৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে নিজেদের দারুণ প্রস্তুতি সেরে নেন তামিম ও লিটন। ওপেনিং জুটিতে ১১৭ রান উপহার দেয় এ জুটি। তামিম ৫৭ রানে বিদায় নিলেও দলের জয়ের ভিত গড়ে দেন সাকিব আল হাসান ও লিটন দাস।

ম্যাকগার্থির ইয়র্কারে বোল্ড হয়ে ফেরার আগে ৬৩ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেন লিটন। মুশফিক ৩৫ রানে ফেরার পর সাকিব-রিয়াদ ভালোই জবাব দিতে থাকনে। কিন্তু হঠাৎ চোটে পড়ায় ৫০ রানের পর উঠে যান সাকিব। জয় থেকে ১৫ রান দূরে থাকতে দুর্বল শট খেলে আউট হন মোসাদ্দেক (১৪)। সাব্বিরকে (৭) নিয়ে বাকী পথটা দেখেশুনেই পার করেন মাহমুদউল্লাহ রিয়াদ (৩৫)।

ঘরের মাঠে একটি জয়ের খোঁজে আগে ব্যাটিংয়ে নেমে ২৯২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল আইরিশরা। যে রানের নেতৃত্ব দিয়েছিলেন পল স্টার্লিং (১৩০) ও উইলিয়াম পোর্টারফিল্ড (৯৪)। এই ম্যাচে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন দ্বিতীয় ওডিআই খেলতে নামা আবু জায়েদ রাহী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়