শিরোনাম
◈ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন: শফিকুল আলম ◈ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান: সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী ◈ জুলাই যোদ্ধাদের দাবিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে: আলী রীয়াজ ◈ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশ-‘জুলাই যোদ্ধা’ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া (ভিডিও) ◈ ৫ বছর মেয়াদি পরিকল্পনা গাজা পুনর্গঠনে, ব্যয় ৬৭ বিলিয়ন ডলার ◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এএফসি কাপে ভারতের চেন্নাইয়ানকে হারিয়ে প্রতিশোধ নিলো ঢাকা আবাহনী

আক্তারুজ্জামান : এএফসি কাপে বেশ সুবিধাজনক অবস্থানেই থাকলো বাংলাদেশ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। আসরের চতুর্থ ম্যাচে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসিকে হারিয়ে রীতিমত প্রতিশোধই নিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। আজ টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে চেন্নাইয়ান এফসিকে ৩-২ গোলে হারিয়েছে মামুনুলরা। এর আগে চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘গ্রুপ-ই’র ম্যাচে চেন্নাইয়ানদের স্বাগত জানিয়ে বেশ বেগ পেতে হয়েছিল আবাহনীর। কেননা কিজাক্কেভেত্তিল ভিনিথের ৬ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ে অনেকক্ষণ আক্রমণ করেও সমতায় ফিরতে পারছিলো না জীবন, বেলফোর্ট ও সানডেরা। দ্বিতীয়ার্ধের পর বেলফোর্টের গোলে (৬৪মি.) সমতায় ফেরার ৫ মিনিট পরই আফগান মিডফিল্ডার মসিহ শাইঘানি এগিয়ে নেন আবাহনীকে।

তবে এগিয়ে যাওয়ার সুখটা বেশি সময় সহ্য হয়নি শহিদুল আলমের দলের। ৭৪ মিনিটেই ভারত সেরাদের খেলায় ফেরান আইজ্যাক ভানমালসাওমা। এরপরই জমে ওঠে ম্যাচটি। প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে জীবনরা। ভারত সেরাদের চেয়ে বেশি শট, বেশি টার্গেট সবই ছিল কিন্তু গোল আসছিল না। ম্যাচ শেষ হওয়ার ঠিক ২ মিনিট আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নজরকাড়া এক গোল করে আবাহনীকে আবারও এগিয়ে নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল হক (৮৮ মি.)।

এর আগে দলের ত্রানকর্তার ভূমিকা পালন করেন গোলরক্ষক শহিদুল আলম। ৮৫ মিনিটের ভারতীয় ফরোয়ার্ডের জোরালো হেড দারুণভাবে ক্লিনসেভ করে গোল বাঁচিয়ে দেন। মামুনুলের পরে আর কেউ গোল করতে না পারায় ৩-২ গোলে জিতে মাঠ ছাড়ে আবাহনী।

এই জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে অবস্থান করছে আবাহনী। চার ম্যাচ শেষে সমান হার,ড্র ও জয় নিয়ে ৭ করে পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে চেন্নাইয়ান এফসি। টুর্নামেন্টে বাংলাদেশের এখনো দুটি ম্যাচ আছে। আগামী ১৯ জুন নেপালের মানাং মার্শিয়াংদি এবং ২৬ জুন ভারতের মিনার্ভাকে মোকাবেলা করবে বাংলাদেশ সেরারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়