শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৬:০২ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি হেনরি স্বপন গ্রেফতার : পুলিশ কমিশনারের সভা বর্জনের ঘোষণা

ডেস্ক রিপোর্ট : বরিশালের কবি ও মুক্তমনা লেখক হেনরি স্বপনকে গ্রেফতারের প্রতিবাদে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের আহ্বান করা মতবিনিময় সভা বর্জনের ঘোষণা দিয়েছেন বরিশাল সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। এছাড়া হেনরি স্বপনকে গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার রাতে নগরীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জি। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন খন্দকারসহ অন্যান্যরা। মানববন্ধন ও সমাবেশে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন- বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল, শুভঙ্কর চক্রবর্তী প্রমুখ।

বক্তারা কবি হেনরি স্বপনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন ও সমাবেশ শেষে কবি হেনরি স্বপনকে নিঃশর্ত মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে বরিশালের নবাগত পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) আগামীকাল সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছেন। সভায় যোগদানের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াসহ গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এর একদিন আগে কবি হেনরি স্বপনকে গ্রেফতারের প্রতিবাদে ওই সভা বর্জনের ঘোষণা দিয়েছেন বরিশাল সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জি বলেন, কবি ও মুক্তমনা লেখক হেনরি স্বপন সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য। তাকে জেলে রেখে নবাগত পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভায় যোগ দেয়ার প্রশ্নই ওঠে না।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস বলেন, অবিলম্বে কবি হেনরি স্বপনকে নিঃশর্ত মুক্তি না দেয়া হলে কঠোর আন্দোলনে যাবে রিপোর্টার্স ইউনিটি।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কবি হেনরি স্বপনকে গ্রেফতার করে পুলিশ। নগরীর নবগ্রাম রোডের গোলপুকুর সংলগ্ন বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল ক্যাথলিক চার্চের ফাদার লেকাবেলি গোমেজের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপপরিদর্শক আল মামুন। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি মো. নুরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে লেখালেখির মাধ্যমে খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আজ বেলা সাড়ে ১১টার দিকে হেনরি স্বপনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র : জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়