শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ১২:০৫ দুপুর
আপডেট : ১৪ মে, ২০১৯, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক স্বার্থ হাসিলে স্ত্রীকে ছেড়েছেন মোদি, অভিযোগ মায়াবতীর

লিহান লিমা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার ব্যক্তিগতভাবে তীব্র বাক্যবাণে বিদ্ধ করেছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। সোমবার সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে মায়াবতী বলেন, ‘তিনি এমন একজন লোক যিনি কি না রাজনৈতিক স্বার্থে নিজের স্ত্রীকে পরিত্যাগ করেছেন, কিভাবে অন্য নারীকে সম্মান করবেন।’ দ্য হিন্দু, এনডিটিভি, ইয়ন

এরআগে গত ২৬ এপ্রিল রাজস্থানের আলওয়ারে দলিত নারীকে ধর্ষণ নিয়ে উত্তরপ্রদেশে এক র‌্যালিতে মায়াবতীর সমালোচনা করেন মোদি। ওই ধর্ষণের ঘটনায় কোন ব্যবস্থা নেয়া হয় নি বলে তোপের মুখে রয়েছে রাজস্থানের কংগ্রেস সরকার। গত ডিসেম্বরে মায়াবতীর সমর্থনেই সেখানে ক্ষমতায় বসে কংগ্রেস। সেই সূত্রে মায়াবতীকে উদ্দেশ্য করে মোদি বলেন, ‘গণধর্ষণ নিয়ে মায়াবতী সত্যিই উদ্বিগ্ন হলে রাজস্থানে কংগ্রেস সরকারের উপর থেকে সমর্থন তুলে নিতেন।’

তার প্রতিত্তুরে এদিন মায়াবতী বলেন, ‘আলওয়ার গণধর্ষণ নিয়ে মোদী নীরব ছিলেন। এখন সেটা নিয়ে নোংরা রাজনীতি করছেন, যাতে তাঁর দল বিজেপি ভোটে রাজনৈতিক ফায়দা তুলতে পারে। এটা অত্যন্ত লজ্জাজনক। যিনি নিজেই রাজনৈতিক ফায়দার জন্য নিজের স্ত্রীকে পরিত্যাগ করেছেন, তিনি কী ভাবে অন্য কারও মা-বোনকে সম্মান দেবেন।’

মায়াবতী আরো বলেন, বিজেপির বিবাহিতা নারীরা তাদের স্বামীকে মোদির আশেপাশে দেখলে আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের ভয় হয় যে, তাঁরাও স্ত্রীকে পরিত্যাগ করবেন’। বিএসপি নেত্রী বলেন, ‘এই পরিস্থিতিতে আমি দেশের সব নারীকে অনুরোধ করছি আপনারা এরকম একজন মানুষকে ভোট দেবেন না। তাহলে মোদীজির পরিত্যক্তা স্ত্রীর প্রতি সম্মানজ্ঞাপন করা হবে।’

এদিকে মায়াবতীর আক্রমণের পর অর্থমন্ত্রী অরুণ জেটলি টুইটে বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বাসনা রয়েছে মায়াবতীর, কিন্তু তাঁর রাজনৈতিক ধ্যান ধারণা, নীতি ও আদর্শ তলানিতে ঠেকেছে । মোদিকে ব্যক্তিগত আক্রমণ করে প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার কোনও যোগ্যতাই মায়াবতীর নেই ।’ ওড়িশার পুরীর বিজেপি প্রার্থী সম্বিৎ পাত্র বলেন, ‘মোদী প্রকৃত পরিবার ছেড়ে দেশকেই নিজের পরিবার করে তুলেছেন। মায়াবতীজি, আপনার জন্য আপনার ভাই বড় হতে পারে, কিন্তু মোদীর কাছে দেশ সবার আগে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়