রাশিদ রিয়াজ : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের জনগণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না কারণ, ইরানি জনগণের সংস্কৃতিতে আত্মসমর্পণ নামের কোনো কিছু অস্তিত্ব নেই। শনিবার রাতে একদল রাজনৈতিক নেতা-কর্মীর সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন। রুহানি বলেন, ইরানি জনগণের সংস্কৃতি ও ধর্মের সঙ্গে আত্মসমর্পণ শব্দটি বেমানান।
এর আগেও এক বক্তব্যে প্রেসিডেন্ট রুহানি বলেছিলেন, তার দেশের জনগণ আগ্রাসী ও বলদর্পী শক্তিগুলোর সামনে কখনো মাথানত করেনি এবং ভবিষ্যতেও করবে না। তিনি বলেন, ইরানি জনগণ দৃঢ় সংকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পরাজিত করবে।
মার্কিন সরকার গত বছর ইরানের পরমাণু সমঝোতা থেকে সম্পূর্ণ বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার পর থেকে ওয়াশিংটন ইরানকে চাপে রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান। এরপর তিনি কয়েক দফায় ইরানের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্প প্রশাসন মনে করছে, এভাবে চাপের মধ্যে রাখলে ইরানকে ওয়াশিংটনের দাবি-দাওয়া মেনে নিতে বাধ্য করা যাবে। কিন্তু তেহরান শুরু থেকে বলে এসেছে, হুমকি-ধমকি ও চাপপ্রয়োগের মাধ্যমে ইরানকে কাবু করা যাবে না। পার্সটুডে