শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০২:৪৩ রাত
আপডেট : ১৩ মে, ২০১৯, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানিদের সংস্কৃতিতে ‘আত্মসমর্পণ’ বলে কিছুর অস্তিত্ব নেই বললেন রুহানি

রাশিদ রিয়াজ : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের জনগণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না কারণ, ইরানি জনগণের সংস্কৃতিতে আত্মসমর্পণ নামের কোনো কিছু অস্তিত্ব নেই। শনিবার রাতে একদল রাজনৈতিক নেতা-কর্মীর সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন। রুহানি বলেন, ইরানি জনগণের সংস্কৃতি ও ধর্মের সঙ্গে আত্মসমর্পণ শব্দটি বেমানান।

এর আগেও এক বক্তব্যে প্রেসিডেন্ট রুহানি বলেছিলেন, তার দেশের জনগণ আগ্রাসী ও বলদর্পী শক্তিগুলোর সামনে কখনো মাথানত করেনি এবং ভবিষ্যতেও করবে না। তিনি বলেন, ইরানি জনগণ দৃঢ় সংকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পরাজিত করবে।

মার্কিন সরকার গত বছর ইরানের পরমাণু সমঝোতা থেকে সম্পূর্ণ বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার পর থেকে ওয়াশিংটন ইরানকে চাপে রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান। এরপর তিনি কয়েক দফায় ইরানের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্প প্রশাসন মনে করছে, এভাবে চাপের মধ্যে রাখলে ইরানকে ওয়াশিংটনের দাবি-দাওয়া মেনে নিতে বাধ্য করা যাবে। কিন্তু তেহরান শুরু থেকে বলে এসেছে, হুমকি-ধমকি ও চাপপ্রয়োগের মাধ্যমে ইরানকে কাবু করা যাবে না। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়