শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ১০:৩৭ দুপুর
আপডেট : ১০ মে, ২০১৯, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ দলের সঙ্গে মাসে একবার হলেও বিএনপির বসা উচিত, বললেন ড. এমাজউদ্দীন আহমেদ

শিমুল মাহমুদ : বিএনপির গতিশীলতা বাড়াতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার তাগিদ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ।

রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়ার তিন যুগপূর্তি উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোকচিত্র প্রদর্শনী আলোচনা সভায় তিনি একথা বলেন। ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার এ অনুষ্ঠান আয়োজক।

এমাজউদ্দীন বলেন, বিএনপির মধ্যে সংলাপ চালু রাখা দরকার। একটা দল যখন গঠিত হয়, কার্যকর থাকে তখন তার অনেক স্তর থাকে। আজকে চেয়ারপারসন কারাগারে আছেন, অ্যাক্টিং চেয়ারম্যান অনেক দূরে আছেন। স্টান্ডিং কমিটি আছে, এর নিচে অনেকগুলো স্তর আছে যে স্তরগুলোর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা দরকার।

তিনি বলেন, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, দলের সঙ্গে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের সঙ্গে গ্রুপ করে মাসে একবার করে আলোচনা করা দরকার, আমরা কি করছি, কি করা উচিত। এছাড়া ২০ দলীয় জোটের সঙ্গেও মাসে একবার বসা উচিত।

এমাজউদ্দীন বলেন, এই কারণে যোগাযোগ রক্ষা দরকার কারণ যুগটা সঙ্কটময় যুগ, বিশ্বময়, পৃথিবীর সর্বত্র গণতন্ত্র ধাক্কা খাচ্ছে। প্রতিনিয়ত প্রয়োজন হবে নিজেদের মধ্যে পরস্পরদের মধ্যে কিভাবে পথটাকে সহজ সুন্দর করা যায়। কিভাবে গতিশীল করা যায়। সঙ্কট সমাধানের জন্য নিজেদের মধ্যে ঐক্য আনতে হবে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে বাংলাদেশ থেকে গণতন্ত্র চলে গেছে। একদলীয় ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর মুখে বাকশালের কথা উচ্চারিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়