শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০৫:১০ সকাল
আপডেট : ০৫ মে, ২০১৯, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জর্জিয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটরের দায়িত্বে মনজুরুল ইসলাম মেঘ

নিউজ ডেস্ক:  ইউরোপের দেশ জর্জিয়ায় অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল চিলড্রেন এন্ড ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল ২০১৯ ( গোল্ডেন বাটারফ্লাই) এর দক্ষিণ এশিয়া অঞ্চলের কো-অর্ডিনেটর হিসাবে অফিসিয়াল অনুমোদন পেয়েছেন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিবেশক মনজুরুল ইসলাম মেঘ।

কৃঞ্চ সাগর ও কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত জর্জিয়ার রাজধানী তিবিলিসি তে আগামি ২৯ মে থেকে ১ জুন ২০১৯ অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল চিলড্রেন এন্ড ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল ( গোল্ডেন বাটারফ্লাই)। উৎসবে প্রতিযোগিতা করবে ১৯ বছরের কম বয়সী বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের চলচ্চিত্র। ডকুমেন্টারী, ফিকশন, এ্যানিমেশন এই তিন কাটাগরির সর্বোচ্চ ৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমা ফি ছাড়া জমা দেয়া যাবে আগামি ১০ মে পর্যন্ত।

এই চলচ্চিত্র উৎসবের দক্ষিণ এশিয়ার সমন্নয়কের দায়িত্ব পালন করবেন মনজুরুল ইসলাম মেঘ। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার তরুণ চলচ্চিত্র নিমার্তাদের কে ইউরোপের চলচ্চিত্র ও উৎসবের সাথে পরিচয় করে দেয়ায় মূলত আমার দায়িত্ব, আমি চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের বিশ্ব ব্যাপী কনসালেটেন্সি দিয়ে থাকি। আমার প্রতিষ্ঠান সিনেম্যাকিং বিভিন্ন দেশে চলচ্চিত্র পরিবেশক হিসাবে কাজ করছে। আমার পূর্ব অভিজ্ঞতা ও দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র পরিবশেনায় আমার অবস্থান বিবেচনা করে উৎসব কর্তৃপক্ষ আমাকে বেশ কিছু দিন আগে দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হওয়ার আমন্ত্রণ জানান, আমি সম্মতি দেয়ার পরে তারা অফিসিয়াল পত্রের মাধ্যমে আমাকে দক্ষিণ এশিয়া সমন্বয়ক হিসাবে অনুমোদন করেন।

তিনি আরো বলেন, ইন্টারন্যাশনাল চিলড্রেন এন্ড ইয়ুথ ফিল্ম ফেস্টিভালে ( গোল্ডেন বাটারফ্লাই) চলচ্চিত্র নির্মাতারা সরাসরি চলচ্চিত্র জমা দিতে পারবেন। আবার কেউ জমা দিতে ব্যর্থ হলে আমার প্রতিষ্ঠান সিনেম্যাকিং এর সহযোগিতাও নিতে পারবেন। এই উৎসবে আমার দায়িত্ব দক্ষিণ এশিয়ার তরুন চলচ্চিত্র নিমার্তাদের সার্বিক সহযোগিতা করা, যাতে ভালো ভালো চলচ্চিত্রগুলো ইউরোপের দর্শকরা দেখার সুযোগ পান।

মেঘ আরো বলেন, এই উৎসবের অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে আছেন জর্জিয়ার স্টেট ইউনিভার্সি, ডিপার্টমেন্ট অফ আটর্স। সুতরাং বাংলাদেশী কোন তরুন চলচ্চিত্র নির্মাতার সিনেমা এখানে প্রদর্শিত হলে দেশের জন্য গৌরবের হবে। তারই ধারাবাহিকতায় আমি আরো চেষ্টা করছি দক্ষিণ এশিয়ার তরুণ চলচ্চিত্র নির্মাতাদের ইউরোপে প্রমোট করতে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল চিলড্রেন এন্ড ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল ( গোল্ডেন বাটারফ্লাই) এ সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা- অভিনেত্রী, সেরা ডকুমেন্টারী, সম্পাদনা, শব্দ, চিত্রনাট্য, চিত্রগ্রাহক, শিশু অধিকার বিষয়ক সেরা চলচ্চিত্র ও সেরা চলচ্চিত্র অফ দ্য ইয়ার ( গ্রান্ড পিক্স) মোট ১১ ট বিভাগে পুরস্কার প্রদান করা হবে। উৎসবে আগ্রহী চলচ্চিত্র নির্মাতাদের www.megh.info তে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এই উৎসবে চলচ্চিত্র প্রেরণ করতে বাংলাদেশী নির্মাতার কোন খরচ বহন করতে হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়