ইসমাঈল ইমু : বৈশাখের ১৭ তারিখ আজ। অথচ বৃষ্টি না হওয়ায় পহেলা বৈশাখের আগের রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আঁকা আলপনা এখনো টিকে আছে। আট বছর আগে সাড়ে ৩ লাখ বর্গফুট এলাকায় আকা এই বৈশাখী শিল্পকর্ম বিশ্বের দীর্ঘতম আলপনা হিসেবে দাবী করেছিলেন উদ্দোক্তারা।
তবে প্রতি বছর হাজারো শিল্পীর তুলিতে আঁকা এ আলপনার মেয়াদকাল ২/৩ দিনের বেশি গড়াতে দেখা যায়নি। কারণ বৈশাখের প্রথম ২/৩ দিনের ঝড়োবৃষ্টি আর হাজারো গাড়ির চাকায় সব আলপনা ধুয়েমুছে একাকার হয়ে যায়। কিন্তু গত আট বছরের মধ্যে এবারই ব্যাতিক্রম ঘটেছে। ১৭ দিন ধরে গোটা সড়কটিই সেজে আছে বৈশাখী সাজে। লেখাটি সিনিয়র সাংবাদিক মাসুম মিজানের ফেসবুক থেকে নেয়া।