লিউনা হক: শ্রীলংকার প্রধানমন্ত্রী মৈথ্রিপালা সিরিসেনা সোমবার চন্দনা উইকরামাত্নকে নতুন ভারপ্রাপ্ত পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন বলে জানায় রয়টার্স।
সিরিসেনা পুজিথ জয়াসুন্দরাকে ‘বাধ্যতামূলক ছুটি’তে পাঠান যখন তিনি পুলিশ প্রধান পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে অস্বীকৃতি জানান।
দেশটিতে গত ২১ এপ্রিল বোমা হামলায় ২৫৩ জনের নিহত হবার ঘটনার প্রেক্ষিতে জয়াসুন্দ্রাকে পদত্যাগ করার কথা বলা হয়।
উল্লেখ্য, সোমবার থেকে শিরিসেনা মুখ আবৃত করা পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করেন।